প্রতিনিধি, উদয়পুর :-
গত সোমবার গভীর রাতে উদয়পুর চক বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয় ১৪ টি দোকান ঘর । এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে লক্ষ লক্ষ টাকা মুদি সামগ্রী থেকে শুরু করে আরো নানা সামগ্রী পুড়ে ছাই হয় ব্যবসায়ীদের । পরে জেলা প্রশাসন থেকে শুরু করে মহকুমা প্রশাসন ও পৌর পরিষদ থেকে শুরু করে শাসক এবং বিরোধী নেতৃত্বরা সফর করেন ক্ষতিগ্রস্ত বাজার এলাকাটি । কিন্তু সেই দিন রাজ্যের অর্থমন্ত্রী ঘটনার সাথে সাথে বাজার পরিদর্শন করতে পারেননি। কারণ সে সময় তিনি রাজ্যে ছিলেন না । বর্তমানে মন্ত্রী রাজ্যে ফিরে এসেই আজ উদয়পুর চকবাজার ক্ষতিগ্রস্ত দোকান ঘর গুলি পরিদর্শন করেন । কথা বলেন ব্যবসায়ীদের সাথে । এদিন মন্ত্রীর সাথে ছিলেন পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য , বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদক থেকে শুরু করে প্রমূখ । পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন , বর্তমান রাজ্য সরকার ব্যবসায়ীদের পাশে রয়েছে এবং যে সরকারি দোকান ঘর গুলি আগুনে পুড়ে ছাই হয়ে যায় সে ঘর গুলি উদয়পুর পৌর পরিষদ থেকে মেরামত করে দেওয়া হবে । এছাড়া প্রশাসনিকভাবে তাদের যতটুকু সাহায্য করা যায় সমস্ত রকমের সাহায্য করা হবে এই আশ্বস্ত করেন ব্যবসায়ীদেরকে । অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের এই ধরনের আশ্বাসে এক প্রকার স্বস্তি নেমে আসে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে ।