প্রতিনিধি কৈলাসহর:-গত ৩০শে ডিসেন্বর ঊনকোটি জেলা ভিত্তিক যুব উৎসবের উদ্বোধন হয়েছে শ্রীরামপুর বিবেকানন্দ হলে।ঊনকোটি জেলা যুব ও ক্রীড়া দপ্তর এবং জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস।প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় আজকের এই অনুষ্ঠান পর্ব। এছাড়াও উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রিড়া দপ্তরের জেলা আধিকারিক অর্জুন কুমার দেবনাথ,জেলা পরিষদের সহ সভাধিপতি শ্যামল দাস,কৃষি আধিকারিক সুমন নন্দী, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার,বিশিষ্ট সমাজসেবক শ্যাম কুমার সিনহা সহ অন্যান্যরা।ঊনকোটি জেলার মোট ৪টি ব্লক ও ২টি পুর পরিষদ এলাকা থেকে অংশ গ্রহণ করেন বিভিন্ন শিল্পীরা। পেচারথল,কুমারঘাট,চন্ডীপুর ও গৌরনগর আর ডি ব্লকের পাশাপাশি কুমারঘাট পুর পরিষদ ও কৈলাসহর পুর পরিষদ এলাকা থেকেই অংশগ্রহণ করেন বিভিন্ন শিল্পীরা।এই যুব উৎসবে জেলায় দুইটি মহকুমার চারটি ব্লক এবং দুইটি পুর এলাকার থেকে বিভিন্ন বিদ্যালয়,ক্লাব সামাজিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন থেকে অংশ নেয় শিল্পীবৃন্দরা।উদ্বোধনী বক্তব্য রাখতে গিয়ে সভাধিপতি অমলেন্দু দাস বলেন যুব উৎসব হল আমাদের কৃষ্টি সংস্কৃতির ও ঐতিহ্যের এক মিলন উৎসব।তিনি যুবসমাজকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চায় আরো বেশি করে এগিয়ে আসতে আহ্বান রাখেন।তিনি এও বলেন যুব সমাজই হল রাষ্ট্রের শক্তি। আজকের এই যুব উৎসবে যারা বিভিন্ন বিভাগে জেলার হয়ে অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে যারা জয়ী হবে তারা আগামী ২রা ডিসেম্বর ২০২৩ ইং রাজ্য ভিত্তিক যুব উৎসবে আগরতলায় জেলার হয়ে অংশগ্রহন করবে।রাজ্য ভিত্তিক যুব উৎসবে জেলার হয়ে অংশগ্রহণ করে জেলার নাম উজ্বল করতে উপস্থিত সকল শিল্পীদের কাছে অনুরোধ রাখেন।এছাড়া নেশা মুক্ত একটি সুস্থ সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ হতে সকলের প্রতি আশা ব্যক্ত করেন।এই গোটা অনুষ্ঠানে মোট ৬টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।শিল্পীদের উৎসাহ উদ্দীপনায় শেষ হয়েছে যুব উৎসব
92
previous post