
প্রতিনিধি,বিশালগড় ,।। প্রতিবছরের ন্যায় এবারও গোলাঘাটির মণিপুরী সম্প্রদায়ের উদ্যোগে বৈষ্ণব ধর্মের অন্যতম প্রচারক সাধক পুরুষ নরোত্তম দাসের ৭৭ তম তিরোধান দিবস উদযাপন করা হয়। শনিবার গোলাঘাটি ধলিপুকুর শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দির পরিচালন কমিটির উদ্যোগে নরোত্তম দাসের ৭৭ তম তিরোধান দিবস উদযাপন করা হয়। ধলিপুকুর নাট মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মণিপুরী সম্প্রদায়ের নরনারী উপস্থিত ছিলেন। সূদুর ইম্ফল থেকে কীর্তন শিল্পীরা অনুষ্ঠানে অংশ নিয়েছেন। মৃদঙ্গ শিল্পীদের আকর্ষনীয় শিল্পকলা সকলের নজর কাড়ে। সকালে শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দিরে পূজার্চনা, দুপুরে অন্নভোগ, কীর্তণ সহ নানা আচার অনুষ্ঠানে অংশ নেন সবাই। দুপুরে সমবেত প্রসাদ গ্রহণ করেন উপস্থিত ভক্তবৃন্দ। শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দির পরিচালন কমিটির সম্পাদক রসিক সিনহা জানান প্রতি বছর এই উৎসব পালন করা হয়। এবারেও মণিপুর থেকে শিল্পীরা এসেছেন।