Home » চাম্পামুড়ায় বিকশিত ভারত সংকল্প যাত্রা অনুষ্ঠিত

চাম্পামুড়ায় বিকশিত ভারত সংকল্প যাত্রা অনুষ্ঠিত

by admin

প্রতিনিধি, বিশালগড় ,। বিশালগড় মহকুমার কমলাসাগরের চাম্পামুড়া পঞ্চায়েতে বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন কার্যক্রম অনুষ্ঠিত হয়। শনিবার চাম্পামুড়া স্কুলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক অন্তরা দেব সরকার , পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ছন্দা দেববর্মা, সমাজসেবক গৌরাঙ্গ ভৌমিক, মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী প্রমুখ । অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা বেনিফিসিয়ারীদের হাতে তুলে দেয়া হয়েছে। বিভিন্ন সার্টিফিকেট অতি সহজে পেয়ে গিয়েছে গ্রামের মানুষ। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন কেন্দ্রীয় সরকারের গরিব কল্যাণকারী প্রকল্পের সুবিধা মানুষের হাতের কাছে পৌঁছে দিতে এই কার্যক্রম হাতে নেয়া হয়েছে। ষাট দিন ধরে সারা দেশে এই কার্যক্রমের মাধ্যমে সরকারি প্রকল্পের সুবিধা অন্তিম ব্যাক্তির কাছে পৌঁছে দেয়া হবে। তিনি বলেন এই কার্যক্রম গরিব মানুষের অধিকার দেওয়ার উৎসব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকাশের সুফল ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। যারা বাকি রয়েছে তাদের জন্য প্রকল্পের সুবিধা দেওয়ার উৎসব। গত ছয় বছরে রাজ্যের প্রায় সাড়ে তিন লাখ পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনার সুফল পেয়েছে। শুধু চাম্পামুড়া পঞ্চায়েতে ৭৫০ টি পরিবার পাকা ঘর পেয়েছে। সকলের বাড়িতে শৌচালয়, পানীয়জল পৌঁছে দেয়া হয়েছে। পিএম কিষাণ, ফসল বীমা যোজনা, আয়ুষ্মান ভারত, বিনামূল্যে চাল সবকিছু পৌঁছে দেয়া হয়েছে। একসময় এগুলো পাওয়ার জন্য মিটিং মিছিলে হাঁটতে হয়েছে। চাঁদা দিতে হয়েছে। আজ কোন রাজনীতির রঙ না দেখে সরকারি প্রকল্পের সুবিধা ঘরে ঘরে পৌঁছে দেয়া হচ্ছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা অনুষ্ঠানে গ্রামের মানুষ বিভিন্ন প্রকল্পের সুবিধা গ্রহণের পাশাপাশি কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন বিভিন্ন প্রকল্পের বিষয় জানতে পারে।

You may also like

Leave a Comment