প্রতিনিধি,গন্ডাছড়া :- শনিবার সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠে রাজ্য। জানা যায় ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশের কুমিল্লা থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, ভূপৃষ্ঠের ৫৫ কিলোমিটার গভীরে। এই কম্পন রাজ্যের বিভিন্ন জায়গায় অনুভভ হয়। এর প্রভাব ধলাই জেলার প্রত্যন্ত গন্ডাছড়া মহকুমাতে লক্ষ্য করা যায়। এইদিনের ভূমিকম্পে মহকুমার নারায়ণপুর এডিসি ভিলেজের দেবনাথ পাড়ার বাসিন্দা টুম্পা দেবনাথের দ্বিতল বিল্ডিং ঘরটির একাধিক জায়গায় ফাটল দেখা দেয়। এই ঘটনায় পরিবারের লোকজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়, কখন যে কি ঘটে কে জানে। পরিবার সূত্রে জানা যায় ভূমিকম্পের সময় পরিবারের লোকজনরা ঘর থেকে দৌড়ে বাইরে চলে আসে এবং পরবর্তী সময় বিল্ডিং ঘরের ফাটলের ঘটনাটি পরিবারের লোকজনদের চোখে পড়ে। এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ঘরটি মেরামতের জন্য টুম্পা দেবনাথের পরিবার গন্ডাছড়া মহকুমা শাসকের নিকট আর্থিক সাহায্যের দাবি তুলেন। এখন দেখার মহকুমা শাসক প্রাকৃতিক বিপর্যস্ত এ পরিবারটিকে কি ধরনের সাহায্য সহায়তা করেন তার দিকে তাকিয়ে আছেন গোটা পরিবারের লোকজন।
87
previous post