Home » পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ময়দানে নামলো উদয়পুরে প্রশাসন

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ময়দানে নামলো উদয়পুরে প্রশাসন

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

পেঁয়াজের ঝাঁজে এবার কাঁদছে খোদ প্রশাসন । বৃহস্পতিবার দুপুরে উদয়পুর বাজারে পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণ করার জন্য অভিযানে নামে প্রশাসন । অসাধু ব্যবসায়ীদেরকে ধরার জন্য এই ধরনের অভিযান শুরু হয়েছে উদয়পুরে । উদয়পুর বাজারে বিভিন্ন ছোট বড় পাইকারি দোকান গুলিতে এই অভিযান চালানো হয় ‌ । তার কারণ যেভাবে গোটা রাজ্যের সাথে উদয়পুরেও পেঁয়াজের দাম বেড়ে চলেছে তার জন্য সামাজিক মাধ্যমে এই নিয়ে সরব হয়েছে জনতা। এদিন দিনভর উদয়পুরের মহাকুমা প্রশাসন ও খাদ্য দপ্তরের উদ্যোগে উদয়পুর বাজারে এই অভিযান চালানো হয়। এই অভিযান চালানোর ফলে নড়ে চড়ে বসে বিভিন্ন ব্যবসায়ীরা ‌ । জানা গিয়েছে প্রশাসনের তরফ থেকে এই ধরনের অভিযান হঠাৎ করে করা হয় তার কারণ যেভাবে পেঁয়াজের দাম বেড়ে গিয়েছে সে বিষয়টি আদৌও ঠিক কিনা তা নিয়ে খোঁজ খবর রাখার জন্য । তাছাড়া সমস্ত ব্যবসায়ীদের কাছে বৈধ কোন কাগজপত্র আছে কিনা সেইসব বিষয়ে খোঁজ নেন মহকুমা প্রশাসনের আধিকারিকরা । এদিন উদয়পুর বাজারে পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে যেভাবে প্রশাসন ময়দানে নেমেছে তা যেন সবসময় জারি থাকে সে দাবি তুলেন উদয়পুরের আমজনতা ।

You may also like

Leave a Comment