Home » নিখোঁজ গৃহবধূকে ফিরেপেতে সংবাদমাধ্যমের দারস্ত হলেন অসহায় সন্তান ও গৃহবধূর স্বামী।

নিখোঁজ গৃহবধূকে ফিরেপেতে সংবাদমাধ্যমের দারস্ত হলেন অসহায় সন্তান ও গৃহবধূর স্বামী।

by admin

শান্তিরবাজার প্রতিনিধি :ঘটনার বিবরনে জানাযায় সুভাষকলোনী এলাকার বাসিন্দা মধুসূধন সরকারের সহধর্মীনি বিজয়া দশমীর পরের দিন থেকে নিখোঁজ হয়েপরে। জানাযায় গৃহবধূ পাশ্ববর্তী একটি ঠাকুরের আশ্রমে গিয়েছিলো। সেখানথেকে গৃহবধূ নিখোঁজ হয়েপরে। পরবর্তী সময় গৃহবধূ নিখোঁজ হবার বিষয়ে উনার স্বামী শান্তির বাজার থানায় লিখিত অভিযোগ জানান। দীর্ঘ কয়েকদিন অতিক্রান্ত হবার পরেও গৃহবধূর কোনোপ্রকার খোঁজনাপেয়ে গৃহবধূর স্বামী ও ছেলে সংবাদমাধ্যমের দারস্তহন। ছেলে মাকে ফিরে পেতে সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে উর মাকে ফিরে আসারজন্য আহব্বান জানায়। এখন দেখার বিষয় গৃহবধূকে খুঁজে বেরকরতে পুলিশ কতটুকু সক্ষম হয়।

You may also like

Leave a Comment