Home » শূকরের ফার্মে আফ্রিকান সোয়াইন ফ্লু

শূকরের ফার্মে আফ্রিকান সোয়াইন ফ্লু

by admin

গতকাল রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন টেস্ট এর মাধ্যমে খোয়াই ব্লকের অন্তর্গত রামচন্দ্র ঘাট গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্র দাসের শূকরের ফার্মে আফ্রিকান সোয়াইন ফ্লু দেখা দিয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের প্রধান সচিব ।
আর টি পি সি আর পদ্ধতিতে নমুনা পরীক্ষার পর শূকরের মধ্যে আফ্রিকান সোয়াইন ফ্লু ধরা পড়েছে । আফ্রিকান ফিভার সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য পূর্ব রামচন্দ্র ঘাটের রবীন্দ্র দাসের শূকরের ফার্মটিকে এপিসেন্টার বা উৎস কেন্দ্র ঘোষণা করা হয়েছে এবং এই এপিসেন্টার বা উৎস কেন্দ্রকে সবদিক থেকে এক কিলোমিটার পর্যন্ত ইনফেক্টেড জোন বা সংক্রমণ এলাকা এবং ১০ কিলোমিটার পর্যন্ত এলাকায় বিশেষ নজরদারি এলাকা বা সার্ভিলেন্স জোনের আওতায় আনা হয়েছে । কাগজে-কলমে এমনটা জানানো হলেও খোয়াই সুভাষ পার্ক স্থিত রাইমা মার্কেটের দ্বিতলে দেদার বিক্রি হচ্ছে শুয়োরের মাংস এবং অবশ্যই সস্তায় । সস্তায় মাংস পেয়ে অনেক আগ্রহী ক্রেতাই কিনে নিচ্ছে সংক্রমিত এই মাংস । এ বিষয়ে সাধারণ প্রশাসন কিংবা পুলিশ প্রশাসনের নেই কোন হেলদোল। অথচ বাই জেলা হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক স্বীকার করেছেন যে ঐ মাংস খেলে মানুষ বা অন্যান্য প্রাণীদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে সোয়াইন ফ্লু যার ব্যাপকতা দেখা দিতে পারে মহামারী রূপে।

You may also like

Leave a Comment