Home » বেহাল রাস্তা সংস্কার! পূর্ত দপ্তরের এক্সিউটিভ ইঞ্জিনিয়ার কথা দিয়ে কথা রাখলেন ।

বেহাল রাস্তা সংস্কার! পূর্ত দপ্তরের এক্সিউটিভ ইঞ্জিনিয়ার কথা দিয়ে কথা রাখলেন ।

by admin

শান্তিরবাজার প্রতিনিধি : অবশেষে সংবাদের জেরে শান্তির বাজারের পূর্ত দফতরের আধিকারিকগণ গিয়ে শান্তির বাজার মহকুমা তেজেন্দ্র বৈদ্যপাড়ার রাস্তাটি পরিদর্শন করেন এবং পূর্ত দপ্তরের মুখ্য নির্বাহী বাস্তুকার শ্রীযুক্ত তাপস মারাক মহাশয় কথা দিয়েছিলেন রাস্তাটি খুব দ্রুত সারাই করে দেবেন এবং উনি উনার কথা অনুযায়ী রাস্তাটিতে ইটের সলিং বসিয়ে সাধারণ মানুষের চলাচলের জন্য মোটামুটি সারাই করাচ্ছেন। এর ফলে তেজেন্দ্র বৈদ্যপাড়ার লোকজনের যাতায়াতের যে অসুবিধা ছিল তা থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন এলাকাবাসী। সংবাদ প্রতিনিধিরা সব সময় জনগণের সাথে। জনগণের সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন জনসম্মুখে এবং সরকারের নিকট। আমরা সব সময় আছি জনগণের পাশে। তাই রাস্তার বেহাল দশা এই জনগণের এই সমস্যাটি পূর্ত দপ্তরের নিকট আমরা তুলে ধরি। দ্রুত সংস্কারের আশ্বাস দেন পূর্ত দপ্তরের এক্সিটিক ইঞ্জিনিয়ার তাপস মরাক। তাই অল্প সময়ের মধ্যে এই রাস্তাটি দ্রুত সংস্কার করার উদ্যোগ গ্রহণ করে। বেহাল রাস্তাটির সংস্কারের দ্রুত উদ্যোগ নেয়ায় পূর্ত দপ্তর খুশি ঐ এলাকার জান চলক এবং পথ চলা সাধারণ মানুষ।

You may also like

Leave a Comment