Home » উপনির্বাচন অবাধ শান্তিপূর্ণ করতে প্রস্তুত প্রশাসন

উপনির্বাচন অবাধ শান্তিপূর্ণ করতে প্রস্তুত প্রশাসন

by admin

অবাধ শান্তিপূর্ণ ভাবে উপনির্বাচন সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ধনপুর এবং বক্সনগর উপ-নির্বাচনে সব বুথে নিরাপত্তার দায়িত্বে থাকবে সিআরপিএফ এবং টিএসআর জওয়ান । এছাড়া ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের নজরদারি থাকবে। দু’টি কেন্দ্রে দুই হাজার সিআরপিএফ এবং টিএসআর জওয়ান নিরাপত্তার দায়িত্ব পালন করবে। তাছাড়া সব ভোট গ্রহণ কেন্দ্রেই থাকবে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা। শনিবার সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক জে.ভি দোয়াতি।ধনপুর ও বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপ- নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন। অতিরিক্ত জেলা শাসক জানান ভোট গ্রহণের দিন সব ভোট গ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় স্বসস্ত্র নিরাপত্তা বাহিনীর জওয়ানরা থাকবেন। বক্সনগর বিধানসভা কেন্দ্রের ৫১ টি ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে ২ টি অতি স্পর্শকাতর । ১৫টি ভার্নারেবল এবং বাকি গুলি সাধারণ ভোট গ্রহণ কেন্দ্র। অন্যদিকে ধনপুর বিধানসভা কেন্দ্রের ৫৯টি ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে ভার্নারেবল ১৯ টি আর বাকি ৪০ টি সাধারণ। দুই কেন্দ্রেই ২ টি করে মডেল পুলিং স্টেশন ,২টি করে মহিলা পরিচালিত পোলিং স্টেশন ও একটি করে পিডব্লিউডি পোলিং স্টেশন রয়েছে বলে জানান তিনি।রবিবার বিকেল ৪ টা পর্যন্ত চলবে উপ-নির্বাচনের সরব প্রচার। সরব প্রচার শেষে ১৪৪ ধারা জারি করা হবে। দুটি কেন্দ্রের মোট ভোটার স্যংখা ৯৩৪৯৫ জন। এর মধ্যে ধনপুরের ৫০৩৪৬ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২৬০৬৪ এবং মহিলা ভোটারের সংখ্যা ২৪২৮২ জন। বক্সনগরের ৪৩১৪৯ জন ভোটারের মধ্যে পুরুষের সংখ্যা ২২২০৯ এবং মহিলা ভোটার ২০২৪০ জন । ২টি বিধানসভা কেন্দ্রের কোনটিতেই তৃতীয় লিঙ্গের ভোটার নেই বলে জানিয়েছে অতিরিক্ত জেলাশাসক জে.ভি. দোয়াতিয়া।

You may also like

Leave a Comment