Home » বিদ্যুৎ দপ্তরের তরফে নিহত পরিবারের হাতে ২লক্ষ টাকা তুলে দিলেন মন্ত্রী

বিদ্যুৎ দপ্তরের তরফে নিহত পরিবারের হাতে ২লক্ষ টাকা তুলে দিলেন মন্ত্রী

by admin

প্রতিনিধি কৈলাসহর:-কুমারঘাটের উল্টোরথের ঘটনায় আজ বিকেলে নিহত এবং আহত পরিবারের খোঁজ নিতে ছুটে আসেন শিল্প মন্ত্রী শ্বান্তনা চাকমা।গতকাল এই মর্মান্তিক ঘটনার খুঁজ নিতে ছুটে এসেছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ।আজ মন্ত্রী সান্তনা চাকমা জয়শ্রী গ্রামের নিহত রূপক দাস এবং রত্নদীপ দাস এই দুই পরিবারের খোঁজ নিতে যান এবং বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে এক লক্ষ টাকা করে দুই পরিবারের হাতে ২ লক্ষ টাকা তুলে দিয়েছেন মন্ত্রী সান্তনা চাকমা।মন্ত্রীকে কাছে পেয়ে নিহত পরিবারের স্বজনরা হাউমাউ করে কাঁদতে থাকেন।মন্ত্রী বলেন তাদের পাশে সরকার সর্বদা রয়েছে এবং যে কোন ধরনের সহযোগিতায় পাশে থাকবে।

You may also like

Leave a Comment