Home » খারিফ মৌসুমে কৃষকদের পেঁয়াজ চাষের প্রশিক্ষণ কৃষি কলেজে

খারিফ মৌসুমে কৃষকদের পেঁয়াজ চাষের প্রশিক্ষণ কৃষি কলেজে

by admin

প্রতিনিধি মোহনপুর:-খারিপ মরশুমে পেঁয়াজ চাষের উপর এক দিবসিয় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় কৃষি কলেজে।শনিবার এই প্রশিক্ষণের সূচনা করেন নাবার্ডের জেনারেল ম্যানেজার লোকেন দাস এবং অন্যান্য অন্যন্য অতিথিরা।
ত্রিপুরা রাজ্যে পেঁয়াজ চাষ একেবারেই নতুন একটি ফসল। রাজ্যের কোন প্রান্তে কোন সময় বাণিজ্যিকভাবে পেঁয়াজ চাষ করে নিয়ে কৃষকরা। সম্প্রতি কৃষি কলেজ চাষীদের পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ করতে উদ্যোগ গ্রহণ করেছে। নাবার্ডের আর্থিক সহযোগিতায় কৃষি কলেজ পেঁয়াজ চাষ নিয়ে রিসার্চ করার পাশাপাশি কৃষকদের জমিতে এই চাষ শুরু করেছে। ইতিমধ্যেই সফলতা অর্জন করতে পেরেছে কৃষি কলেজ। শুক্রবার পশ্চিম জেলার মোহনপুর আরডি ব্লক, বামুটিয়া আইডি ব্লক, ডুকলি আরডিব্লক এলাকার কৃষকদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করে। কৃষি কলেজে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন নাবার্ডের জেনারেল ম্যানেজার লোকেন দাস। তিনি পরামর্শ দেন কৃষকরা নিজেদের চাষযোগ্য যে সল্প জমি রয়েছে তাতে পরিকল্পনামাফিক সঠিক পদ্ধতি অবলম্বন করে চাষবাসের মধ্য দিয়ে নিজেদের আয় বৃদ্ধি করতে। তিনি আরো বলেন প্রতিদিনের খাবারের যে থালা থাকে সেই থালাতে যাতে করে নিজের রাজ্যের উৎপাদিত ফসলের সংখ্যা বেশি হয় সেদিকে নজর দিতে হবে চাষীদের। অন্যদিকে কৃষি কলেজের প্রিন্সিপাল টিকে মাইতি বলেন ত্রিপুরাতে পেঁয়াজ চাষ শুরু করার সময়টাতে কৃষি দপ্তরের অনেক আধিকারিক বিষয়টাতে সম্মতি দেয়নি। কিন্তু তিনি কৃষি কলেজে তার সফল উৎপাদন করার পর বর্তমানে দপ্তর এগিয়ে আসছে এবং পেঁয়াজ চাষে চাষীরাও এগিয়ে এসেছে। ত্রিপুরার জলবায়ু মাটি পেঁয়াজ চাষে সফলতা পেতে অত্যন্ত সহায়ক হবে বলে দাবি করেন তিনি। এদিনের উদ্বোধনী পড়বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বামুটিয়া এগ্রি সাব ডিভিসনের সুপারিনটেন্ট রাজু রুইদাস টি সমিতির ডাইরেক্টর এবং অন্যান্যরা।

You may also like

Leave a Comment