আজ ২রা জুন বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে বিকাল ৪:৩০ মিনিটে কত্থক
প্রবাহের উদ্বোধন। কলা মন্ডলের তিনদিন ব্যাপী মঞ্চ প্রদর্শনের প্রথম দিন। প্রথম দিন ছিল কত্থক প্রবাহ (কত্থক ম্যারাথন)। এই কত্থকপ্রবাহের উদ্বোধক উত্তর জেলার প্রবীণ সংগীত শিল্পী শ্রীযুক্ত বেনু ভূষণ নাথ প্রধান অতিথি ধর্মনগর রোটারি ক্লাব এর প্রেসিডেন্ট রোটারিয়ান সুবীর সোম। বিশেষ অতিথি রূপে ছিলেন বাংলাদেশের বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক শ্রী অসমঞ্জু চৌধুরী, উপস্থিত ছিলেন দিল্লির পন্ডিত কিষান মোহন মহারাজ,শ্রীমতি মিনু গারু, চট্টগ্রামের পন্ডিত স্বর্ণময় চক্রবর্তী।
উদ্বোধক প্রবীণ শিল্পী বেনু ভূষণ নাথ উনার বক্তব্যে কলা মন্ডলের ভূয়সী প্রশংসা করেন।তিনি বলেন কলা মন্ডল ধর্মনগর তথা রাজ্যে অনেক প্রতিষ্ঠিত শিল্পী উপহার দিয়েছে। উল্লেখ্য এবছর ২০২৩ তিন জন নৃত্য শিল্পী ন্যাশনাল স্কলারশিপ পেয়েছে।
প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ কলা মন্ডলের কার্যকলাপের প্রশংসা করেন। রাজ্য, রাষ্ট্র এবং বহি: রাষ্ট্রের মধ্যেও কলা মন্ডলের সাংস্কৃতিক চর্চা প্রশংসিত । উদ্বোধনী অনুষ্ঠানে সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন নৃত্য গুরু শ্রীমতি জবা ঘোষ সূত্রধর। সভাপতি ছিলেন শ্রীযুক্ত দুলাল আচার্য মহাশয়।
উদ্বোধনের পর শুরু হয় কত্থক নৃত্যানুষ্ঠান। নৃত্য গুরু জবা ঘোষ সূত্রধরের পরিচালনায় প্রায় শতাধিক কত্থক শিল্পী চারটি ভাগে দলগত কত্থক নৃত্য পরিবেশন করে। আমন্ত্রিত কত্থক শিল্পী দিল্লির শ্রীমতি মিনু গারু, বাংলাদেশের শ্রীযুক্ত সাজু দেব, আসামের শ্রীমতি হিমাশ্রী শর্মা কত্থক নৃত্য পরিবেশন করেন। শান্তিরবাজার, কমলপুরের রমাকান্ত কলানিকেতনের শিল্পী বৃন্দ সহ কত্থক কর্মশালার প্রায় শতাধিক নৃত্যশিল্পী অনুষ্ঠান উপস্থাপন করেন। তাছাড়া একক নৃত্যশিল্পীরা