Home » শ্রম মন্ত্রীর হাসপাতাল পরিদর্শন অনেকটাই তাৎপর্যপূর্ণ

শ্রম মন্ত্রীর হাসপাতাল পরিদর্শন অনেকটাই তাৎপর্যপূর্ণ

by admin

প্রতিনিধি কৈলাসহর:-ঊনকোটি জেলা হাসপাতালের ভগ্ন এবং রুগ্ন দশা ফিরিয়ে আনতে সরজমিনে পরিদর্শনে এসেছেন ত্রিপুরা সরকারের শ্রম মন্ত্রী তথা চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক। যে হাসপাতালটিতে সেন্ট্রাল এসি থাকার কথা ছিল সেটা না থাকায় রোগীদের গরমে যেমন হাঁসফাঁস অবস্থা ঠিক তেমনি রোগীর আত্মীয়-স্বজন সুস্থ থেকেও অসুস্থ হয়ে যাচ্ছেন জেলা হাসপাতালের পরিষেবা নিতে গিয়ে।দীর্ঘদিন ধরে কৈলাসহরের ভগবান নগর এলাকায় অবস্থিত ঊনকোটি জেলা হাসপাতালটি নানান সমস্যায় জর্জরিত রয়েছে এবং হাসপাতালের পরিসেবা নিয়েও বিভিন্ন সময়ে প্রশ্ন উঠে চলেছে।সরকার পরিবর্তনের পর এই হাসপাতালে সিটি স্ক্যান ও ডায়ালিসিস ইত্যাদি পরিষেবা যেমন যথেষ্ট পরিমাণে উন্নতি হয়েছে।অপরদিকে একাংশ চিকিৎসকদের লোভী মনোভাবের জন্য গরিব দুঃস্থ রোগীরা সঠিক পরিষেবা পাচ্ছেন না।যে সমস্ত চিকিৎসকদের হাসপাতালে সময় প্রদান করার কথা সেই সময়ে প্রাইভেট চেম্বারে ব্যস্ত থাকায় দূর-দূরান্ত থেকে আসা রোগীদের অবস্থা কতটা করুন হয় সেটা সামনে থেকে দাঁড়িয়ে দেখলেই পরখ করা যায়।অবশেষে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী টিংকু রায় তরা জুন শনিবার ঊনকোটি জেলা হাসপাতালটি পরিদর্শন করে হাসপাতালের বেহাল অবস্থার পরিবর্তন করার জন্য রোগী কল্যান সমিতির সাথে বৈঠকও করেন।শনিবার দুপুরে ঊনকোটি জেলা হাসপাতাল পরিদর্শন কালে মন্ত্রী টিংকু রায়ের সাথে ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা,কৈলাসহর মহকুমাশাসক প্রদীপ সরকার, কৈলাসহর পুর পরিসদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়,জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক জে বি ডারলং, জেলা হাসপাতালের মেডিকেল সুপারিন্টেন্ডেন্ট এস দেববর্মা সহ পূর্ত দপ্তর,পানীয় জল ও স্বাস্থ বিধান দপ্তর সহ অন্যান্য লাইন দপ্তরের আধিকারিক সহ জনপ্রতিনিধিরা।মন্ত্রী টিংকু রায় জেলা হাসপাতালের অপারেশন থিয়েটার,ল্যাবরেটরি,জরুরি বিভাগ,রোগীর ওয়ার্ড রুম, রান্না ঘর সহ সমস্ত কিছু খতিয়ে দেখেন।প্রায় দেড় ঘন্টা সময়কালীন জেলা হাসপাতাল পরিদর্শন করার পর বিকেলে মন্ত্রী চলে যান ঊনকোটি জেলার জেলাশাসক অফিসের কনফারেন্স হলে।সেখানে জেলা হাসপাতালের মানোন্নয়নে জন্য রোগী কল্যান সমিতির বৈঠকে যোগ দেন।এই বৈঠকে মন্ত্রী টিংকু রায় ছাড়াও জেলাশাসক, মহকুমাশাসক,জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক,
জেলা হাসপাতালের মেডিকেল সুপারিন্টেন্ডেন্ট সহ বিভিন্ন লাইন দপ্তরের আধিকারিক সহ জনপ্রতিনিধিরা।বৈঠক শেষে মন্ত্রী টিংকু রায় সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে,মূলত আগামী দিনে জেলা হাসপাতালের মানোন্নয়নের জন্য এবং জেলা হাসপাতালে সঠিক স্বাস্থ্য পরিসেবার জন্য রোগী কল্যান সমিতির পক্ষ থেকে বৈঠক করা হয়েছে।তাছাড়াও মন্ত্রী বলেন যে,ঊনকোটি জেলা হাসপাতালে রোগী থাকার জন্য রুমগুলো যেভাবে নির্মান করা হয়েছে তাতে সেন্ট্রাল এসির প্রয়োজন।সেন্ট্রাল এসি না থাকার ফলে রোগীদের দমবন্ধকর অবস্থায় থাকতে হয়।তাই অবিলম্বে হাসপাতালে সেন্ট্রাল এসি বসানোর প্ল্যান করা হয়েছে। তাছাড়া জেলা হাসপাতালে পানীয়জলের স্থায়ী সমাধানের ব্যবস্থা করা হবে। জেলা হাসপাতালে পর্যাপ্ত পরিমানে বিশেষজ্ঞ চিকিৎসকের জন্য রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী তথা রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সাহার সাথে কথা বলে খুব শীঘ্রই ব্যবস্থা করা হবে বলেও মন্ত্রী টিংকু রায় জানান।মন্ত্রীর নিজ বিধানসভা কেন্দ্রের অধীনে থাকা জেলা হাসপাতালের বেহাল অবস্থার খুব শীঘ্রই পরিবর্তন হবে বলে সকলেই আশাবাদী।তবে বিগত বামফ্রন্ট সরকারের সময়কালে যে স্বাস্থ্য পরিষেবা ছিল সেই নিরিখে ২০১৮ সালের সরকার পরিবর্তনের পর থেকে স্বাস্থ্য পরিষেবায় অনেক পরিবর্তন এসেছে এবং নতুনত্বের সংযোজন হয়েছে।

You may also like

Leave a Comment