Home » দীর্ঘ বঞ্চনার অবসান ঘটতে চলেছে গন্ডাছড়া লক্ষ্মীপুর বাসীর।

দীর্ঘ বঞ্চনার অবসান ঘটতে চলেছে গন্ডাছড়া লক্ষ্মীপুর বাসীর।

by admin

প্রতিনিধি, গন্ডাছড়া ৩ জুন:- দীর্ঘ বঞ্চনার অবসান ঘটতে চলেছে গন্ডাছড়া লক্ষ্মীপুর বাসীর। জানা যায় গন্ডাছড়া শহর এলাকার হাসপাতাল চৌমুহনী থেকে লক্ষ্মীপুর লাইপদ পাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা কোন এক বিশেষ কারণবশত বছরের পর বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। এলাকাবাসীরা বেহাল রাস্তা সংস্কারের জন্য বাম আমলে বারবার দাবি জানিয়েও কোন কাজ হচ্ছিল না। অবশেষে এমডিসি ভূমিকানন্দ রিয়াং এর তৎপরতায় বর্তমানে ভারতীয় জনতা পার্টি সরকার বেহাল রাস্তা সংস্কারে বিশেষ উদ্যোগে নেয়। এরই অঙ্গ হিসাবে শনিবার এমডিসি ভূমিকানন্দ রিয়াং, ডিসি, পূর্ত দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এসডিও সহ এলাকার সমাজসেবীরা রাস্তার সাইট ঘুরে দেখেন এবং উক্ত কাজের ঠিকাদার’কে সাইট বুঝিয়ে দেন। পাশাপাশি আগামীকাল থেকে রাস্তার কাজ শুরু করারও নির্দেশ দেন। উল্লেখ্য এতদিন বেহাল এই রাস্তা ধরে লক্ষীপুর ভিলেজের লাইপদ পাড়া,রাঙ্গাঝাড়ি, হলুদ ঝাড়ি, কৃষ্ণপুর সহ পশ্চিম গন্ডাছড়ার একাংশ এবং হরিপুর টিলাবাড়ি,১২ কার্ড এলাকার কয়েক সহস্রাধিক জাতি জনজাতি অংশের মানুষ যাতায়াত করত। বিশেষ করে বর্ষার সময় রাস্তা আরো মারাত্মক আকার ধারণ করে। তখন স্কুলের ছাত্র-ছাত্রী সহ মহিলারা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হত। অবশেষে বর্তমান সরকার বেহাল রাস্তা মেরামতের কাজে হাত দেওয়ায় খুশি এলাকার সাধারণ মানুষ। পাশাপাশি তারা বর্তমান সরকারকেও ধন্যবাদ জানিয়েছেন।

You may also like

Leave a Comment