প্রতিনিধি কল্যাণপুর ৩ এপ্রিল।
মানবতার বন্ধনে স্বেচ্ছায় এগিয়ে আসুন রক্তদানে, এই আহ্বানকে পাথেয় করে সোমবার কল্যাণপুর হাসপাতালে এক রক্তদান শিবিরের আয়োজন করলো যুব মোর্চা কল্যানপুর মন্ডল কমিটি। তার পাশাপাশি এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্বাচিত বিধায়ক পিনাকী দাস চৌধুরী কে সংবর্ধনা জ্ঞাপন করা হয় যুব মোর্চা মন্ডল কমিটির পক্ষ থেকে। অনুষ্ঠান মঞ্চে বিধায়ক ছাড়াও অন্যদের মধ্যে ছিলেন, কল্যাণপুর বিজেপি মন্ডল সভাপতি জীবন দেবনাথ, মন্ডলের সাধারণ সম্পাদক অসীম দেব রায় সহ অন্যান্য জনেরা। অনুষ্ঠানের সভাপতি ছিলেন যুব মোর্চা কল্যাণপুর মন্ডল কমিটির সভাপতি শুভঙ্কর সেন। কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা থেকে যুব মোর্চার সদস্য সদস্যরা অংশগ্রহণ করেন অনুষ্ঠানে। বেশ সারা পরিলক্ষিত হয় দুটি অনুষ্ঠানকে কেন্দ্র করে। মোট ২০ জন যুব মোর্চার সদস্য রক্তদানে অংশ নেয় বলে জানা যায়। রক্তের সংকট মেটাতেই যুব মোর্চা কল্যাণপুর মন্ডল কমিটি এমন রক্তদান শিবিরের আয়োজন করে। আগামী দিনেও আরো বিভিন্ন সামাজিক কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন যুব মোর্চার নেতৃত্বরা। উত্তরীয় মানপত্র ফুলের তোড়া দিয়ে বিধায়ক পিনাকী দাস চৌধুরীকে সংবর্ধনা জানায় যুব মোর্চার সদস্যরা। শেষে বিধায়ক সাংবাদিকদের জানান, রক্তদান মহৎ দান এই মহৎ কাজ আর হতে পারে না। রক্তের অভাবে যাতে কোন মুমূর্ষু রোগীর মৃত্যু না হয় সেই লক্ষ্যেই আজকে যুব মোর্চার যুবকরা এগিয়ে এল রক্তদানে। তিনি সমাজের সমস্ত অংশের মানুষ কে রক্তদানের মত সামাজিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।