প্রতিনিধি, গন্ডাছড়া ৩ ডিসেম্বর:- ৩রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস। এই দিন গোটা দেশ তথা রাজ্যের সাথে তাল মিলিয়ে গন্ডাছড়া মহকুমাতেও ব্লকভিত্তিক বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিআরসি হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিদর্শক থৈসা মগ, গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খজেন্দ্র ত্রিপুরা, সমাজসেবী সমীর রঞ্জন ত্রিপুরা, সমীর দাস সহ শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা। এদিন মহকুমার বিভিন্ন স্কুলের বিকলাঙ্গ ছাত্রছাত্রীদের মধ্যে নানান ধরনের সামগ্রী বিতরণ করা হয়। সেখানে আলোচনা করতে গিয়ে সমীর রঞ্জন ত্রিপুরা বলেন বর্তমান রাজ্য সরকার বিকলাঙ্গ ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য স্কুলের মাধ্যমে স্টাইফেন দিচ্ছে। তিনি বলেন রাজ্য সরকার আগামী দিনে বিকলাঙ্গ ছাত্র-ছাত্রীদের জন্য আরও বিভিন্ন ধরনের সহায়তা দেওয়ার চিন্তাভাবনা করছে। সমীর রঞ্জন ত্রিপুরা বলেন যারা মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্পের আওতায় ভাতা পাচ্ছে না তারা যাতে আগামী ৫ ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দেন। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন প্রতিবন্ধী হলেও তাদেরকে যাতে অবহেলা না করেন। চাকরি ক্ষেত্রে তাদের জন্য ভেকেন্সি রাখা হয়, তাই ভালভাবে পড়াশোনা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বিকলাঙ্গ ছাত্র-ছাত্রীদের প্রতি তিনি আহবান রাখেন।
126
previous post