তেলিয়ামুড়া প্রতিনিধিঃ–
গোপন খবরের ভিত্তিতে মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে তেলিয়ামুড়া থানার পুলিশ রাঙ্খল পাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে দেশী ও বিলেতি মদ সহ ঝান্ডি-মুন্ডা খেলার আনুষাঙ্গিক জিনিসপত্র বাজেয়াপ্ত করে শুক্রবার রাতে সেই সঙ্গে আটক করা হয় সাতজন ব্যাক্তি’কে।
উল্লেখ্য থাকে,,, তেলিয়ামুড়া শহর ইদানীং কালে নেশার মুক্তমঞ্চে পরিনত হয়েছে। তীর জুয়া থেকে শুরু করে মাদক সবকিছুতেই শীর্ষে রয়েছে বর্তমানে তেলিয়ামুড়া। এদের দমন করতে শুক্রবার ময়দানে দেখা গেল তেলিয়ামুড়ার মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার নেতৃত্বে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিলেতি ও দেশী মদ সহ ঝান্ডি-মুন্ডা খেলার আনুষাঙ্গিক জিনিসপত্র বাজেয়াপ্ত করে তেলিয়ামুড়া থানার পুলিশ। সেই সঙ্গে আটক করা হয় মোট সাতজনকে। এদের প্রত্যেকের বাড়ি রাঙ্খল পাড়া এলাকাতেই। মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন আগামী দিনে এ ধরনের অভিযান জারি থাকবে।
তেলিয়ামুড়া থানার পুলিশ রাঙ্খল পাড়া এলাকায়দেশী ও বিলেতি মদ সহ ঝান্ডি-মুন্ডা বাজেয়াপ্ত করে
107