প্রতিনিধি , উদয়পুর :- বৃহস্পতিবার সকাল দশটায় ত্রিপুরা সরকারের খাদ্য , জনসংভরন ও ক্রেতা স্বার্থ বিষয়ক সহায়তায় ন্যূনতম সহায়ক মূল্য ধানক্রয় কেন্দ্র শুরু হয়েছে গোমতী জেলায় এই প্রথম বাগমা বাজার শেড ঘরে । মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাগমা কেন্দ্রের বিধায়ক রামপদ জমাতিয়া। এছাড়া ছিলেন , বিধায়ক অভিষেক দেবরায়, মহকুমা শাসক ত্রিদিপ সরকার , টেপানিয়া ব্লকের বিডিও দিব্যশ্রী দাশগুপ্ত , পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ঝর্না রানী দাস ও সুপ্রিয়া সাহা সহ কৃষি দপ্তরের আধিকারিক অর্পিতা দত্ত সহ প্রমূখ । এদিনের অনুষ্ঠানে অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন , রাজ্য ও কেন্দ্রীয় সরকার কৃষকদের উন্নয়নের জন্য নানা প্রকল্প চালু করেছে। এছাড়া কৃষকদের কৃষিকাজে উন্নতির জন্য কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে বিভিন্ন কৃষিজ ফসল ফলানোর জন্য সার ,বীজ সহ ইত্যাদি দেওয়া হচ্ছে প্রতিনিয়ত। বিধায়ক রামপদ জমাতিয়া বলেন , বিগত দিনে কৃষকদের জন্য কখনো কোন সরকার চিন্তা ভাবনা করেনি। কিন্তু বর্তমানে রাজ্য সরকার কৃষকদের উন্নতি সাধনের জন্য কাজ করে চলেছে। পাশাপাশি বিধায়ক অভিষেক রায় বলেন , কৃষকরা যাতে মাঠে সোনালী ফসল ফলাতে পারে তার জন্য দেওয়া হচ্ছে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি । একই সাথে দেওয়া হচ্ছে বিভিন্ন ব্যাংক থেকে কৃষিলোন । বর্তমানে কৃষকদের কাছ থেকে সরকার সরাসরি ধান ক্রয় করছে । এর ফলে কৃষকরা লাভের মুখ দেখতে পারছে তার মাঝে কোন ধরনের মুনাফা অর্জন করতে পারছে না ব্যাপারীরা। এর ফলে বর্তমানে সরকার এই সকল ধানগুলি ক্রয় করে পুনরায় রেশনে চাল হিসাবে দিচ্ছে রাজ্যের জনগণকে। পরে সবুজ পতাকা নাড়িয়ে ধানের গাড়িকে শুভ সূচনা করেন অতিথিরা । গোটা অনুষ্ঠানে গ্রামীণ এলাকার কৃষক থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই দিনের অনুষ্ঠানে অংশ নেয়।
29