Home » মোহনপুর মহকুমা এলাকায় শীতবস্ত্র ও সামগ্রী বিতরনে উপস্থিত মন্ত্রী

মোহনপুর মহকুমা এলাকায় শীতবস্ত্র ও সামগ্রী বিতরনে উপস্থিত মন্ত্রী

by admin

প্রতিনিধি মোহনপুর :- মোহনপুর মহকুমা এলাকায় বিভিন্ন অনাথ আশ্রমে এবং বিভিন্ন আবাসনের শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র, অর্থ এবং চাল বিতরন করল ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স এসোসিয়েশনের এবং মোহনপুর মহকুমা শাসক কার্যালয়ের কর্মীরা।এতে উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ।মোহনপুর মহকুমা এলাকার নতুননগরে জহরলাল নেহরু বালিকা নিবাস, কাতলামারায় কাঠিয়া বাবা মিশন স্কুলের হোস্টেল এবং বড়কাঠালে শান্তি কালে আশ্রমে হোস্টেলে শিক্ষার্থীদের মধ্যে এই সামগ্রিক গুলো বিতরণ করা হয়েছে। জহরলাল নেহরু বালিকা নিবাসে আবাসিকদের মধ্যে দেওয়া হয়েছে ৫০ টি মশারি এবং ব্যাকশিট ও নগদ ৫ হাজার টাকা। এদিন মন্ত্রী রতন লাল নাথের হাত ধরে এই সামগ্রিক গুলো দেওয়া হয়েছে আবাসিকদের। পাশাপাশি মন্ত্রী ঘোষণা দিয়েছেন তাদের গান চর্চার জন্য একটি হারমোনিয়াম প্রদান করার। একই সাথে মোহনপুরে মহাকুমা শাসক সুভাষ দত্ত এদিন ঘোষণা দিয়েছেন জহরলাল নেহেরু বালিকা নিবাস থেকে যদি কোন আবাসিক চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চায় তাহলে তাকে তিনি ব্যক্তিগতভাবে দুই লক্ষ টাকা দিয়ে সহায়তা করবেন।
অন্যদিকে কাতলামারা স্থিত কাঠিয়া বাবা মিশন স্কুলে যে সমস্ত অনাথ আবাসিকরা রয়েছে তাদের মধ্যে ৮০ টি কম্বল এবং ১০০ কিলো চাল দেওয়া হয়েছে। অন্যদিকে বড়কাঠালে শান্তি কালী আশ্রমের আবাসিকদের মধ্যে ১০০ টি কম্বল এবং ১০০ কিলো চাল প্রদান করেছে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স এসোসিয়েশন এবং মোহনপুর মহকুমা শাসক কার্যালয়ের কর্মীরা। এদিন অ্যাসোসিয়েশন এবং মহাকুমা শাসক কার্যালয়ের কর্মীদের এই উদ্যোগের প্রশংসা করেছেন মন্ত্রী রতন লালনা। নিজেদের কর্মব্যস্ততার পাশাপাশি সামাজিক কাজকে প্রাধান্য দিয়ে এই ধরনের উদ্যোগ সমাজের জন্য মঙ্গলদায়ক বলে মন্তব্য করলেন তিনি।

You may also like

Leave a Comment