ধর্মনগর
জলাবাসা দ্বাদশমান বিদ্যালয়ে জলাবাসা NSS UNIT এর ৭দিন ব্যাপি বিশেষ শিবির অনুষ্টিত হয় গত ২৭ মার্চ থেকে ২এপ্রিল পর্যন্ত। ১ম দিন শিবির শুভ উদ্বোধন করেন SMC এর ভাইস চেয়ারম্যান শ্রীমতি মিত্রা রানি নাথ এবং বিদ্যালয় এর প্রধান শিক্ষক শ্রীযুক্ত দীপক বিল মহোদয়। ভলিন্টিয়ারদের নিয়ে একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্টানের মধ্যে দিয়ে শিবিরের শুরু হয় । এই শিবিরের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাত: বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রীযুক্ত গৌড় কান্তি সোম মহাশয় ।স্বাগত ভাষণ রাখেন NSS প্রোগ্রাম অফিসার শ্রীযুক্ত সঞ্জয় দাস। এছাড়া ও আলোচনা করেন বিদ্যালয় এর শিক্ষক শ্রী যুক্ত হিথেশ ভট্টাচার্য , সুজিত দাস , অসীম দে। প্রথম দিন ছাত্র ছাত্রীদেরকে বিশ্ব উষণায়ন ও কেরিয়ার গাইডেন্স উপর বিশদ আলোচনা রাখেন ভোকেশনাল শিক্ষক বিপ্লব চক্রবর্তী । ২য় দিনের শুরুতে ই সমাজের বিভিন্ন বিষয় এর উপর আলোকপাত করেন এবং কিভাবে সেই বিষয় গুলিকে সমাধান করা যায় সেই বিষয়ে আলোচনা করেন শিক্ষক নিত্যানন্দ সান্তাল এবং কিছু ফিল্ড ওয়ার্ক করেন ভলিন্টিয়ারদের নিয়ে। ৩য় দিনে নর্থ ও ঊনকোটি জেলার ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি এর প্রজেক্ট ম্যানেজার শ্রী নারায়ণ ভুমিক মহোদয়। সারাদিন ব্যাপী চলে এইডস এর উপর সচেতনতা মূলক আলোচনা।এবং শেষে একটি কুইজ করেন। চতুর্থ দিনে প্রজাপিতা ব্রম্মকুমারি ঈশ্বরীয় বিদ্যালয় থেকে আগত আর কে সীমা, এবং মামনি ম্যাডাম আলোচনা রাখেন নৈতিকতাবোধ, মানবিকতাবোধ কিভাবে গড়ে তুলা যায় । বর্তমানে নেশা যেভাবে সমাজকে চারিদিকে অন্ধকার এর দিকে ঠেলে দিচ্ছে তা থেকে যুবসমাজকে রক্ষা করা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। ৫ম দিনে সাফাই অভিযান চলে । বিভিন্ন এলাকা। ৬স্ট দিনে ধর্মনগর ওপেন NSS এর Co-ordinator সঞ্জয় পাল , তিনি আলোচনা রাখেন NSS VOLUNTEERS হতে গেলে কি কি থাকা দরকার
জলাবাসা দ্বাদশমান বিদ্যালয়ে জলাবাসা NSS UNIT এর ৭দিন ব্যাপি বিশেষ শিবির অনুষ্টিত হয়
110