Home » মৃত হাতীর সমাধির উপর গড়ে উঠবে গনেশ মন্দির

মৃত হাতীর সমাধির উপর গড়ে উঠবে গনেশ মন্দির

by admin

প্রতিনিধি কৈলাসহর:-মৃত হাতির দাঁত নিয়ে এলাকাবাসী ও বনদপ্তরের মধ্যে চলতে থাকা টানাপোড়েন অবশেষে সুরাহার পথ খুঁজে পেয়েছে।এই ঘটনাটি ঘটে কৈলাসহর মূর্তিছড়া চা বাগানের ২ নং ওয়ার্ড এলাকায়।শারীরিক অসুস্থতার কারণে টিলাগাও এলাকার বাসিন্দা পাবলু মিয়ার একটি হাতির মৃত্যু ঘটে গতকাল কৈলাশহর মূর্তিছড়া চা বাগানের ২ নং ওয়ার্ড এলাকায়।সেখানে ওই হাতিটিকে গাছের লক টানার কাজে ব্যবহার করা হত। এরপর গতকাল বনদপ্তরের কর্মীরা ছুটে যায় ঘটনাস্থলে এবং হাতিটিকে কবরস্থ করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে এবং সেখানেই হাতিটিকে কবরস্থ করা হয়। তারপর শুক্রবার দুপুর বেলা কৈলাসহরের অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জামাতিয়া,কৈলাসহর মহকুমা বন আধিকারিক জ্ঞানেন্দ্র রিয়াং এবং চন্ডিপুর বনদপ্তরের রেঞ্জ অফিসার শৈলেন মালাকার ও গৌরনগর বনদপ্তরের রেঞ্জ অফিসার সুমন ভৌমিক সহ কৈলাসহর থানার পুলিশ আধিকারিক সহ সীমান্ত রক্ষী জোয়ানরা ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃত হাতিটির দাঁত সংগ্রহ করার চেষ্টা করলে স্থানীয়রা হাতির দাঁত নিতে বাধা দেয়। এলাকাবাসীরা জানায় হাতির দাঁত যদি নেওয়া হয় তবে মৃত হাতিটিকেও সেখান থেকে সরিয়ে ফেলতে হবে।কারণ এলাকাবাসীদের দাবি মৃত হাতির কবরের উপর একটি গণেশ মন্দির নির্মাণ করা হবে এবং ওই মন্দিরটিতে প্রতিদিন এলাকাবাসীরা পূজার্চনা করবেন বলে সাফ জানিয়ে দেয় বনদপ্তরকে।সরকারি নিয়মানুসারে কোন হাতির মৃত্যু ঘটলে সেই মৃত হাতির দাঁত বনদপ্তরে নিয়ে আসার নিয়ম রয়েছে।কিন্তু এলাকাবাসীদের চাপে বনদপ্তরের কর্মীদের আর নেওয়া হল না সেই মৃত হাতির দাঁত।শেষমেষ তাদের কথার মান্যতা দিয়ে বনদপ্তরের কর্মীদের ঘটনাস্থল থেকে ফিরে আসতে হয়।পাশাপাশি এলাকাবাসীরা মৃত হাতির দাঁত দেবে না বলেও লিখিত আকারে জানিয়ে দেয় কৈলাসহর বনদপ্তর কে।

You may also like

Leave a Comment