প্রতিনিধি কৈলাসহর:-কৈলাসহর মহকুমার ইরানী গ্ৰাম পঞ্চায়েতর অন্তর্গত অরবিন্দ নগর কলোনী এলাকায় মারপিটের ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে চারজন।যার মধ্যে দুজনের অবস্থা সংকটজনক হওয়ায় রেফার দেওয়া হয়েছে।ঘটনার বিবরণে জানা যায় যে,ওই এলাকার বাসিন্দা নাসির উদ্দিন নামে এক ব্যক্তি বিগত কয়েক মাস ধরে ওই এলাকায় বহু লোকের গরু চুরি করেছে।স্থানীয়দের কাছ থেকে আরও জানা যায় যে, গত মাসের ২৯ তারিখ নাসির উদ্দিন তার নিজ বাড়িতে চুরি করা গরু এনে কেটে বিক্রি করছিল।আর তখনই স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলে এবং এলাকাবাসীরা তা নিয়ে প্রতিবাদ করতে থাকে।পরবর্তী সময় ওই এলাকায় উক্ত বিষয় নিয়ে একটি সালিশি সভাও হয়।সেই শালিসি সভায় নাসির সবাইকে কথা দেয় সে আর গরু চুরি করবে না।অভিযোগ, উক্ত সালিশি সভায় যারা উপস্থিত হয়েছিল তাদেরকে নাকি গতকাল থেকে মোবাইলের মাধ্যমে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে নাসির উদ্দিন।আজ সকাল বেলা উক্ত বিষয় নিয়ে নাসির উদ্দিনকে এলাকাবাসীরা জিজ্ঞাসা করতে গেলে সে সবাইকে মারপিট চালায়।পরবর্তী সময় তার শাশুড়ি ও ছোট ভাই সহ পাঁচজন লোক মিলে মারধোর করে পরিবারের সদস্যদের। যার ফলে গুরুতরভাবে আহত হয় মোট চার জন।এর মধ্যে সংকটজনক অবস্থা দুজনের। পরবর্তী সময় খবর পাঠানো হয় কৈলাসহর ইরানি থানায়। ঘটনাস্থলে ছুটে গিয়ে গুরুতরভাবে আহত ওই চারজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসে। পরবর্তী সময় দুজনের অবস্থা সংকটজনক দেখে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেয়।বর্তমানে দুজনের চিকিৎসা চলছে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে। তবে নাসির উদ্দিনের পরিবার সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে নারাজ।উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।
104
next post