আসন্ন ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাধারণ প্রশাসনে শুরু হয়েছে জোর তৎপরতা। মে কিংবা জুন মাসে সম্ভাব্য নির্বাচন হতে পারে ধরে নিয়ে গুটিয়ে আনা হচ্ছে নির্বাচনী কাজ। ইতিমধ্যে রাজ্য নির্বাচন দপ্তর থেকে জেলা এবং মহাকুমা প্রশাসনের কাছে নির্দেশ এসেছে নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ দ্রুত শেষ করার জন্য। সাধারণ প্রশাসনের পাশাপাশি পুলিশ প্রশাসনেও চলছে প্রস্তুতি। এরই অঙ্গ হিসেবে শনিবার দুপুরে খোয়াই শহরে নির্বাচনি কাজে নিযুক্ত সেনাবাহিনীর জোয়ানরা ফ্ল্যাগ মার্চ সংঘটিত করে। এইদিন ফ্ল্যাগ মার্চ শুরু হয় অফিসটিলা এলাকা থেকে। ফ্ল্যাগ মার্চের সূচনা করেন খোয়াই জেলা জেলাশাসক চাঁদনী চন্দ্রন। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ডক্টর রমেশ যাদব, মহাকুমা পুলিশ আধিকারিক পৌষণ কান্তি মজুমদার সহ জেলা ও মহকুমা স্তরের পুলিশ আধিকারিকগণ। সেনাবাহিনীর প্লাটুনটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই প্রসঙ্গে খোয়াই জেলাশাসক চাঁদনী চন্দ্রন বলেন প্রাথমিকভাবে দুই প্লাটুন সেনাবাহিনী এসেছে। তারা অবাদ ও শান্তিপূর্ণ উপায়ে ভোট পর্ব সম্পন্ন করার কাজে নিয়োজিত থাকবে। নির্বাচনের পূর্বে আরো বাহিনী আসবে। সব মিলিয়ে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রেখেছে।
আসন্ন ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাধারণ প্রশাসনে শুরু হয়েছে জোর তৎপরতা।
by admin
written by admin
80
previous post
বিশালগড়ে অনলাইন পণ্য বিতরকদের নিয়ে যুব চৌপাল
next post