Home » হেজামারা ব্লক আইসিডিএস প্রকল্পের উদ্যোগে মুস্কান প্রকল্পের অঙ্গ হিসেবে মেয়েদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

হেজামারা ব্লক আইসিডিএস প্রকল্পের উদ্যোগে মুস্কান প্রকল্পের অঙ্গ হিসেবে মেয়েদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

by admin

প্রতিনিধি মোহনপুর:-হেজামারা ব্লক আইসিডিএস প্রকল্পের উদ্যোগে মুস্কান প্রকল্পের অঙ্গ হিসেবে মেয়েদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। শুক্রবার হেজামারা কমিউনিটি হলে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি সূচনা করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হরিদুলাল আচার্য। এই দিন হেজামারা ব্লক এলাকার বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীদের সংবর্ধনা জ্ঞাপন করলেন উপস্থিত অতিথিরা।এই প্রকল্পের উদ্বোধন করে রাজ্য এবং রাষ্ট্র গঠনের উপর মেয়েদের ভূমিকাকে কেন্দ্র করে বিস্তারিত আলোচনা করেছেন জেলা সভাধিপতি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেজামারা ব্লক বিএসি চেয়ারম্যান সুনীল দেববর্মা, সিডিপিউ দীপক চন্দ্র সরকার সহ অন্যান্যরা।

You may also like

Leave a Comment