Home » ইনডিপেনডেন্স মহোৎসব স্কিম-২০২৩” শীর্ষক মহা ধামাকা স্কিম চালু করলো দেশের ভোজ্য তেল উৎপাদক কোম্পানির গুলোর মধ্যে অন্যতম আগ মার্কা গ্রেড ওয়ান কোম্পানি “রাণি”

ইনডিপেনডেন্স মহোৎসব স্কিম-২০২৩” শীর্ষক মহা ধামাকা স্কিম চালু করলো দেশের ভোজ্য তেল উৎপাদক কোম্পানির গুলোর মধ্যে অন্যতম আগ মার্কা গ্রেড ওয়ান কোম্পানি “রাণি”

by admin

ইনডিপেনডেন্স মহোৎসব স্কিম-২০২৩” শীর্ষক মহা ধামাকা স্কিম চালু করলো দেশের ভোজ্য তেল উৎপাদক কোম্পানির গুলোর মধ্যে অন্যতম আগ মার্কা গ্রেড ওয়ান কোম্পানি “রাণি”। গত ২৮শে আগস্ট থেকে শুরু হওয়া এই স্কিম চালু থাকবে আগামী ২৭শে নভেম্বর পর্যন্ত। সাতটি স্তরে এই স্কিমে টার্গেট পূরণ করলে কোম্পানির বাষট্টিতম উৎপাদন বর্ষে বিক্রি বৃদ্ধির উদ্দেশ্য নিয়ে আজ উদয়পুর গ্রোসারি মার্চেন্ট এস্যোসিয়েশনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উদয়পুর ছনবন প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটির মিলনায়তনে। উপস্থিত ছিলেন রানি কোম্পানির সেল্স্ ম্যানেজার বি এস বরনোয়াল। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে উদয়পুর গ্রোসারি মার্চেন্ট এস্যোসিয়েশনর সভাপতি শংকর লাল সাহা,সম্পাদক উত্তম রায়,উদয়পুরের সিনিয়র ব্যবসায়ী- হীরালাল সাহা, নিবাস সাহা, আগরতলা ডিস্ট্রিবিউটর যথাক্রমে অসিত মোদক ,জয়দেব দেবনাথ ও আগরতলার প্রবীণ ব্যাবসায়ি সুরেশ দেবনাথ প্রমুখ। সভায় বক্তব্য রাখেন আগরতলার প্রবীণ ব্যাবসায়ি সুরেশ দেবনাথ,উদয়পুর গ্রোসারি মার্চেন্ট এস্যোসিয়েশনর সম্পাদক উত্তম রায় এবং রাজস্থানের ভরতপুর বি আর অয়েল মিলস্ থেকে আগত রানি কোম্পানির সেলস্ ম্যানেজার বি এস বরনোয়াল। আলোচনার পর প্রশ্নোত্তর পর্বে উপস্থিত উদয়পুরের সিনিয়র সাংবাদিক অপুরাম সরকার কোম্পানির নিকট কয়েকটি প্রস্তাব উত্থাপন করেন, যেমন- ভোক্তাদের জন্য আরও কম দামে ভোজ্য তেল সরবরাহ করা, দেশের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে উদয়পুর সহ ত্রিপুরার স্বাধীনতা সংগ্রামীদের সম্মাননা দেওয়া এবং স্বাধীনতা সংগ্রামীদের পরিবারে সারা বৎসরের জন্য ভোজ্য তেল সরবরাহ করা সহ আরো অনেক প্রস্তাব উপস্থাপন করেন। আলোচনার পর উদয়পুর গ্রোসারি মার্চেন্ট এস্যোসিয়েশনর সমস্ত সদস্যদের নিয়ে নৈশ ভোজের আয়োজন করা হয় এবং উদয়পুর গ্রোসারি মার্চেন্ট এস্যোসিয়েশনর ১০৮জন সদস্যদের মধ্যে রাজস্থানের ভরতপুর বি আর অয়েল মিলস্ থেকে আগত রানি কোম্পানির সেলস্ ম্যানেজার বি এস বরনোয়াল সহ ব্যবসায়ীদের হাতে মূল্যবান উপহার তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উদয়পুর গ্রোসারি মার্চেন্ট এস্যোসিয়েশনর সদস্য তথা ব্যবসায়ীদের উপস্থিতি ছিলো লক্ষণীয়।

You may also like

Leave a Comment