Home » রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের অনুপ্রেরণায় এবং ধর্মনগর পুরো পরিষদের উদ্যোগে জুরি নদীতে গঙ্গা মাতার রাখি বন্ধন উৎসব সম্পন্ন।

রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের অনুপ্রেরণায় এবং ধর্মনগর পুরো পরিষদের উদ্যোগে জুরি নদীতে গঙ্গা মাতার রাখি বন্ধন উৎসব সম্পন্ন।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
অনেকটা ব্যতিক্রমী মেজাজে ধর্মনগরে রাজ্যে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের অনুপ্রেরণায় এবং ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে এক রাখি বন্ধন উৎসব সম্পন্ন হল শুক্রবার বেলা ১১ টায়। সাধারণত রাখি বন্ধন অনুষ্ঠানটি বাস্তবিক জীবের মধ্যে সম্পন্ন হয়। কিন্তু মাতৃতান্ত্রিক দেশ এবং নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হওয়ায় ভারতবর্ষে গঙ্গা নদীকে মাতার মর্যাদা দিয়ে রাখি বন্ধন উৎসব সম্পন্ন হল। এই উৎসবে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন পুরো পরিষদের চেয়ারপার্সন প্রদ্যুৎ দে সরকার, বিশিষ্ট সমাজসেবী শ্যামল নাথ সহ পুর পরিষদের সমস্ত কর্মকর্তা এবং কাউন্সিলরা। অনুষ্ঠানের উদ্বোধন করে বিশ্ববন্ধু সেন বলেন ভারতের প্রতিটি নদীর গঙ্গা মাতার সাথে যোগসূত্র রয়েছে। তাই প্রতিটি নদীকে গঙ্গা মাতার মত সম্মান জানিয়ে পূজা করা উচিত। কারণ নদীমাতৃক দেশে এ নদীর ওপর কি করে আমাদের দেশের উন্নয়ন সমৃদ্ধি সবকিছু জড়িত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে কৃষিক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে সমগ্র বিশ্বে ভারতকে একটা বিশেষ স্থানে পৌঁছে দিচ্ছেন তার ও মূলমন্ত্র এই নদী। ইতিহাস সাক্ষী রয়েছে এই নদীকে ভিত্তি করে ভারতবর্ষে একের পর এক সমৃদ্ধ সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল। ধর্মনগর পুরো পরিষদ ধর্মনগরের জুরি নদীকে স্বচ্ছতার রূপ দিয়ে আমাদের কাছে গঙ্গা নদীর রুপে এবং মাতা রুপে ভাবার মনোবৃত্তি সৃষ্টি করে দিয়েছে। এই জুড়ি নদী আমাদের কাছে গঙ্গা মায়ের সামিল বলে তিনি উল্লেখ করেন।

You may also like

Leave a Comment