Home » পৌর পরিষদের উদ্যোগে খোয়াই পুরাতন টাউন হলে আন্ত বিদ্যালয় একাঙ্ক নাটক প্রতিযোগিতার শুভ সূচনা হলো মঙ্গলবার।

পৌর পরিষদের উদ্যোগে খোয়াই পুরাতন টাউন হলে আন্ত বিদ্যালয় একাঙ্ক নাটক প্রতিযোগিতার শুভ সূচনা হলো মঙ্গলবার।

by admin

পৌর পরিষদের উদ্যোগে খোয়াই পুরাতন টাউন হলে আন্ত বিদ্যালয় একাঙ্ক নাটক প্রতিযোগিতার শুভ সূচনা হলো মঙ্গলবার। প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের শুভারম্ভ করেন জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহাকুমা শাসক বিজয় কুমার সিনহা, খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশীষ নাথ শর্মা, ভাইস চেয়ারপারসন নিবাস সাহা এবং পৌর পরিষদের ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি পিযুষ কান্তি চৌধুরী প্রমূখ। এদিন অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার বলেন, নাটক হচ্ছে সমাজের দর্পণ। আমাদের প্রাত্যহিক জীবনে যেসব ঘটনা ঘটছে তা তুলে ধরার একমাত্র মাধ্যম হচ্ছে নাটক। বিদ্যালয় পড়ুয়াদের গুনগত শিক্ষার পাশাপাশি নাটক এবং অভিনয়ে আরো বেশি করে মনোনিবেশ করা প্রয়োজন বলে তিনি অভিমত ব্যক্ত করেন। কারণ একজন অভিনেতা যেভাবে তার অভিনয়ের নৈপুণ্যতায় সমাজের ভালো-মন্দ দিকগুলি ফুটিয়ে তোলে তা একমাত্র নাটকের মাধ্যমেই সম্ভব। স্বচ্ছ ভারত অভিযান এবং পরিবেশ এ দুইটি বিষয়ের উপর বিদ্যালয় পড়ুয়ারা তারা তাদের নাটক মঞ্চস্থ করবে। স্বচ্ছ ভারত গড়া এবং পরিবেশের কু প্রভাব থেকে মানবজাতিকে রক্ষা করা এইসব বিষয়গুলি তারা তাদের নাটকের মাধ্যমে তুলে ধরবে। সবশেষে তিনি যে সকল বিদ্যালয় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের সাফল্য কামনা করেন। এই প্রতিযোগিতায় মোট ৯টি বিদ্যালয় অংশগ্রহণ করবে। 2রা মে থেকে ৫ই মে পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।

You may also like

Leave a Comment