রামকৃষ্ণ মিশনের ১২৬ তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয় ধর্মনগর রামকৃষ্ণ মিশন ও সেবা সমিতিতে । প্রতি বছরের ন্যায় আজ ধর্মনগর রামকৃষ্ণ মিশন ও সেবা সমিতি এই প্রতিষ্ঠা দিবসটি উদযাপিত করে ধর্মনগর মিশন রোডস্হিত রামকৃষ্ণ মিশনে । প্রতিষ্ঠা দিবসে রক্তদানের মধ্য দিয়ে রামকৃষ্ণ সেবা সমিতির কর্মকর্তারা এই দিবসটি উদযাপন করেন। অনুষ্ঠানে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগর পুরো পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার । রামকৃষ্ণ সেবা সমিতির সদস্যরা স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশ নেয় মোট ২১ জন স্বেচ্ছাসেবক স্বেচ্ছায় রক্তদান করে। এর মধ্যে ছিলেন দুইজন মহিলা সদস্যা । রামকৃষ্ণ সেবা সমিতির সম্পাদক চম্পু সোম জানান ধর্মনগর রামকৃষ্ণ মিশন ও সেবা সমিতি ২০০০ সাল থেকে প্রতি বছর ১লা মে এই দিবসটিকে স্বেচ্ছায় রক্তদানের মধ্য দিয়ে উদযাপিত করে আসছে।