Home » মোহনপুর ব্লকে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়

মোহনপুর ব্লকে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়

by admin

প্রতিনিধি মোহনপুর:-মোহনপুর আর ডি ব্লকের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সোমবার। এই অনুষ্ঠানে মোহনপুর ব্লকের অন্তর্গত গ্রাম পঞ্চায়েত গুলোকে কাজের নিরিখে পুরস্কৃত করা হয়। দপ্তর থেকে চারটি গ্রাম পঞ্চায়েতকে পুরস্কৃত করা হলেও ব্লকের উদ্যোগ আরো বেশ কিছু গ্রাম পঞ্চায়েতকে বিভিন্ন বিভাগে পুরস্কৃত করাহয়েছে। এছাড়াও ব্লকের কর্মীদের কাজের মূল্যায়ন করে পুরস্কৃত করা হয়েছে এইদিন।
মোহনপুর আর ডি ব্লকে এক ব্যাতিক্রম উদ্যোগ দেখা গেল সোমবার। ব্লকে কর্মরত গ্রুপ ডি কর্মচারীদের সম্মাননা প্রদান করা হয় এদিন। এদিন ব্লকের উদ্যোগে গোটা বছর বিভিন্ন কর্মচারীদের কাজের নিরিখে এপ্রোসিশন সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এছাড়াও বিভিন্ন গ্রাম পঞ্চায়েত গুলোকে কাজের নিরিখে পুরস্কৃত করা হয়েছে এদিন। মোট ১৮ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রথম স্থান দখল করেছে সিমনা গ্রাম পঞ্চায়েত।পিডিএফ এর অর্থ ব্যয় করার ক্ষেত্রে ১০০ শতাংশ সফলতা নিয়ে প্রথম স্থান দখল করেছে কলকলিয়া গ্রাম পঞ্চায়েত। ফিফটিন ফাইন্যান্স কমিশনার অর্থ ব্যয় করার ক্ষেত্রে ৯৮.৫৯ অর্থ ব্যয় করে প্রথম স্থান দখল করেছে কলকলিয়া গ্রাম পঞ্চায়েত। অন্যদিকে নিজস্ব আয় বৃদ্ধিতে ১,২১,৯৬০ ৬০ টাকা আয় বৃদ্ধি করে প্রথম স্থান অর্জন করেছে বিদ্যাসাগর গ্রাম পঞ্চায়েত। এমজি এমরেগা প্রকল্পে শ্রম দিবস তৈরি ক্ষেত্রে প্রথম স্থান দখল করেছে পশ্চিম ফটিকছড়া গ্রাম পঞ্চায়েত। সমস্ত পঞ্চায়েত গুলোকে এদিন পুরস্কৃত করা হয়েছে ব্লক কর্তৃপক্ষের তরফে। এছাড়াও বিভিন্ন বিষয়ে দ্বিতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়েছে দিন। এই অনুষ্ঠানে বলতে গিয়ে কৃষি মন্ত্রী রতন লাল নাথ যে সমস্ত পঞ্চায়েতের পারফরমেন্স একেবারে খারাপ ছিল তাদেরকে শুধরানোর পরামর্শ দিলেন। তিনি আক্ষেপ করেন সরকার যে অর্থ পঞ্চায়েতকে জনগণের জন্য ব্যয় করতে দিয়েছে সেই অর্থ অনেক পঞ্চায়েত ব্যয় করতে নাপারা কে কেন্দ্র করে। পঞ্চায়েত গুলোকে নিজস্ব আয় বৃদ্ধির উপর আরো ব্যাপক গুরুত্ব দিতে পরামর্শ দিলেন মন্ত্রী। এছাড়াও প্রত্যেকটি পঞ্চায়েতকে নিজস্ব বুদ্ধিমত্তা নতুন আইডিয়া কাজে লাগিয়ে নতুন কিছু করার জন্য উদ্যোগ নিতে সচিব প্রধান এবং অন্যান্য জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান রাখেন মন্ত্রী। পুরস্কার বিতরণী কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর ব্লকের বিডিও নারায়ণ চন্দ্র মজুমদার, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন রিনা দেববর্মা এবং অন্যান্যরা।

You may also like

Leave a Comment