প্রতিনিধি , উদয়পুর :-
উদয়পুর সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে ৭ দিনব্যাপী পঞ্চম বর্ষ শিশু উৎসব শুরু হয়েছে উদয়পুর শিশু উদ্যানে । রবিবার সন্ধ্যা ছয়টায় প্রদীপ প্রজ্জ্বলন ও স্মরণিকা উন্মোচন করে তার শুভ উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া উপস্থিত ছিলেন , বিধায়ক রঞ্জিত দাস , জীতেন্দ্র মজুমদার ও গোমতী জিলা পরিষদের সহ-সভাধিপতি দেবল দেবরায় , বিশিষ্ট সমাজসেবী প্রবীর দাস ও শিশু উৎসব কমিটির আহবায়ক দীপঙ্কর চক্রবর্তী সহ প্রমূখ । এদিনের অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ভাষণ রাখতে গিয়ে বলেন, শিশুরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ । তাই শিশুদেরকে ছোটবেলা থেকে সেরকম ভাবেই মানুষ করে গড়ে তুলতে হবে । বদ্ধ ঘর থেকে খোলামেলা প্রকৃতির মাঝে তাদেরকে নিয়ে আসতে হবে। তারপরও বর্তমান কারিকুলাম যুগে কম্পিউটার , মোবাইল ও টিভিতে আসক্ত হয়ে পড়ছে শিশুরা । এর ফলে মানসিক বিকাশে তাদের উপর প্রচন্ডভাবে ক্ষতি হচ্ছে । দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিশুদের বিকাশে নানা রকম খেলাধুলা ও যোগাসন করার জন্য আহবান করেছেন । তাই প্রতিদিন সকালে সমস্ত অভিভাবকরা তাদের নিজেদের শিশুদেরকে সাথে নিয়ে যোগাসন থেকে শুরু করে শরীর চর্চা করা খুবই জরুরী । এদিন অর্থমন্ত্রী বলেন আগামী দিনে উদয়পুর শিশু উদ্যান নতুন ভাবে নামকরণ করা হচ্ছে অটল শিশু উদ্যান নামে পরিচিত হবে সকলের সামনে । শিশু উৎসবের সেই মঞ্চে এদিন শিশুদের হাতে অর্থমন্ত্রী তুলে দেন কিছু পুস্তক ও প্যাকেট জাতীয় দুধ । গোটা শিশু উৎসবে এই মেলায় কচিকাঁচা শিশুরা নানা নাচ গান ,আবৃত্তি করে গোটা মেলাটিকে উৎসব মুখর করে তোলে । গোটা অনুষ্ঠানে অভিভাবক এবং অবিভাবিকাদের উপস্থিতি ছিল শিশু মেলায় ব্যাপক সাড়া।