খোয়াই মন্ডল আইটি সেল এবং সোশ্যাল মিডিয়ার উদ্যোগে রবিবার খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন দুস্থ রোগীদের মধ্যে ফল, মিষ্টি, এবং দুধ বিতরণ করা হয়,। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস আইটি সেল এবং সোশ্যাল মিডিয়ার কার্যকর্তাগন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ডল সভাপতি সুব্রত মজুমদার বলেন, রাজনীতির উর্ধ্বে উঠে বিজেপির আইটি সেল এবং সোশ্যাল মিডিয়া সহ দলের প্রতিটি মোর্চা বিভিন্ন সামাজিক কাজ সংঘটিত করে যাচ্ছে। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার আহব্বানে সাড়া দিয়ে খোয়াই মন্ডল জোড়ে বিভিন্ন মোর্চা একাধিক রক্তদান শিবির আয়োজন করেছে। দলের আইটি সেল এবং সোশ্যাল মিডিয়া শুধু দলের কাজ এবং নির্বাচনী প্রচারে নিজেদের সীমাবদ্ধ না রেখে তারাও বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সামাজিক কাজ করে যাচ্ছে। আজকে আইটি সেল এবং সোশ্যাল মিডিয়ার উদ্যোগে জেলা হাসপাতালে যে ফল ও মিষ্টি বিতরণ হচ্ছে সেটাও একটা সামাজিক কাজের অঙ্গ বলে তিনি অভিমত ব্যক্ত করেন
খোয়াই মন্ডল আইটি সেল এবং সোশ্যাল মিডিয়ার উদ্যোগে রবিবার খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন দুস্থ রোগীদের মধ্যে ফল, মিষ্টি, এবং দুধ বিতরণ করা হয়,।
by admin
written by admin
113
next post