
ধর্মনগর প্রতিনিধি।
আগামী ৫ই জানুয়ারি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তর জেলা সদর ধর্মনগরের বি বি আই ময়দানে উত্তর ত্রিপুরা তথা ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে একটি নির্বাচনী জনসভা করবেন পাশাপাশি কদমতলা থেকে যে বিজেপির নির্বাচনী রথ শুরু হচ্ছে তার উদ্বোধন করবে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে কেমন ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে তা খতিয়ে দেখতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সোমবার ওক আকস্মিক পর্যবেক্ষণে ধর্মনগর আসে। ধর্মনগরের ও এন জি সি হেলিপ্যাড নেমে যে বি বি আই মাঠে সভা অনুষ্ঠিত হবে তা পুঙ্খানুপুঙ্খ ভাবে পর্যবেক্ষণ করেন সেখান থেকে চলে যান ডি এন ভি স্কুলে। স্কুলের মাঠ পর্যবেক্ষণ করে সরাসরি চলে আসেন উত্তর জেলা হাসপাতাল। উল্লেখ্য উত্তর জেলা হাসপাতালে শেষ এক মাসের মধ্যে এই নিয়ে দুইবার তিনি পর্যবেক্ষণে আসেন। সাংবাদিকদের সামনে তিনি তার এক মাসের মধ্যে দুইবার পর্যবেক্ষণের কারণ তুলে ধরেন। তিনি বলেন আগেরবার যেসব ব্যাপারে উন্নয়নের কথা বলে গিয়েছিলেন সেগুলো কতটুকু উন্নয়ন হয়েছে তা খতিয়ে দেখতে তিনি এসেছেন। তিনি জানান পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধি পেয়েছে কিন্তু অতিরিক্ত রোগীর কারণে গাইনোকোলজি ডিপার্টমেন্ট এর উপর অতিরিক্ত চাপ পড়ছে তার জন্য আরো কিছু চিকিৎসকের দরকার রয়েছে তিনি তা বুঝে গেছেন। তাছাড়া রাজ্যের একটি হাসপাতালের উপর সমস্ত চাপ এসে পড়ছে তাই প্রতিটি জেলা হাসপাতালকে সঠিকভাবে সাজিয়ে তোলা হচ্ছে যাতে জেলা হাসপাতাল গুলি থেকে উপযুক্ত স্বাস্থ্য পরিষেবা দেওয়া সম্ভব হয়। তিনি নিজে একজন চিকিৎসক হওয়ায় হাসপাতালের পরিষেবার ব্যাপারে কি কি করণীয় ব্যাপার গুলি ভালো বুঝেন এবং উন্নত পরিষেবা দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান।