ধর্মনগর প্রতিনিধি ।
শুক্রবার অর্থাৎ ২ ডিসেম্বর উত্তর জেলা সদর ধর্মনগরে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন নিয়ে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সফরে এসে প্রথমে ইছাই লাল ছড়া মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস শিলান্যাসে চলে যান। সেখান থেকে ব্রজেন্দ্র নগর হাসপাতালে এবং সর্বশেষে বিকাল তিনটায় ধর্মনগরের বটরশিতে জেলাশাসক ও সমাহর তার অফিস শিলান্যাস আসেন। সেখানে তিনি অফিস শিলান্যাস পাশাপাশি পেভার ব্লগ দ্বারা নির্মিত রাস্তা বিএডিপি প্রকল্প এবং জেলাভিত্তিক প্রতি ঘরে সুশাসন এর উদ্বোধন করেন। তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে কুচক্রীদের কাছ থেকে সাবধান হতে পরামর্শ দেন। দীর্ঘ দীর্ঘ ২২ বছরে যেসব রাস্তাঘাট হয়নি এই সরকারের আমলে সেইসব রাস্তাঘাট হচ্ছে বলে উল্লেখ করেন। জনপ্রতিনিধিরা বিধায়করা মন্ত্রীরা মানুষের সেবার জন্য দিনরাত কাজ করে চলেছে। কি করে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সুযোগ-সুবিধা গুলি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তার জন্য রাজ্য সরকার কাজ করে চলেছে। হর ঘর সুশাসন এর ফলে মানুষকে এখন আর হন্যে হয়ে অফিসে দৌড়াতে হয় না। ঘরে বসে সমস্ত সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে বলে উল্লেখ করেন। আন্দোলন ছাড়া কেন্দ্রীয় সরকারের সুবিধা গুলি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। রেল পরিষেবা প্রতিদিন সম্প্রসারিত হচ্ছে যার ফলে নতুন নতুন রেলের সংযোজন রাজ্যের মানচিত্রে ঢুকে পড়ছে। এই সরকার সময়ের কাজ সময়ে করে তাই রাজ্যের মানুষের উন্নতি হচ্ছে এবং পাহাড়ি রাজ্য ত্রিপুরা ভারতের মানচিত্রে স্থান করে নিচ্ছে। এই সভায় উনার সাথে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, মন্ত্রী প্রেম কুমার রিয়াঙ,, উপাধাক্ষ বিশ্ববন্ধু সেন পানিসাগরের বিধায়ক বিনয়-ভূষণ দাস যুবরাজ নগরের বিধায়ক মদিনা দেবনাথ টিআইডিসির চেয়ারম্যান টিংকু রায় উত্তর জেলাশাসক ডক্টর নাগেশ কুমার বি জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে এবং সভাপতিত্ব করেন উত্তর জেলা সভাধিপতি ভবতোষ দাস।
একগুচ্ছ অনুষ্ঠান হাতে নিয়ে উত্তর জেলা সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এসে উচ্ছ্বাসিত
123
previous post