প্রতিনিধি, উদয়পুর :- শ্রীশ্রী ঠাকুর রামচন্দ্রদেবের ১৬৫ তম আবির্ভাব তিথি ও বাৎসরিক উৎসব উদয়পুর গিরিধারী পল্লীস্থিত শ্রী শ্রী রামঠাকুর সেবা মন্দির প্রাঙ্গনে শুরু হচ্ছে উৎসব আগামী পাঁচই ফেব্রুয়ারি থেকে । এই বছরই প্রথম ৪ঠা ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় গঙ্গা আরতি করা হবে রাজ্যের প্রধান নদী গোমতী নদী জয়রাম ঘাটে । আশ্রমের পাশেই অনুষ্ঠিত হবে এই আরতি। উৎসব নিয়ে সাংবাদিক সম্মেলন করেন রাম ঠাকুর আশ্রমের সভাপতি তথা রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। শ্রী রায় বলেন , ৫ই ফেব্রুয়ারি বেদবাণী ও গীতা পাঠ করা হবে। গঙ্গা আবহন অনুষ্ঠিত হবে প্রতিবছরের মতো। এছাড়া প্রতিদিন অহোরাত্র নাম যজ্ঞ , সকালে বাল্যভোগ , মধ্যাহ্নে অন্য ভোগ ও সন্ধ্যায় থাকছে সত্যনারায়ণের সেবা ও পূজা । চার তারিখ থেকে শুরু করে আগামী ৯ই ফেব্রুয়ারি চলবে উৎসব এবং ১০ ই ফেব্রুয়ারি সকালে নগর পরিক্রমা মাধ্যমে উৎসবের পরিসমাপ্তি ঘটবে। প্রতিদিন উৎসব চলাকালীন সময় ভক্তদের জন্য অন্ন প্রসাদের ব্যবস্থা রয়েছে বলে জানান মন্ত্রী । পরে মন্ত্রী রামঠাকুর আশ্রমে দূরপাল্লা থেকে আসা ভক্তদের জন্য গড়ে ওঠা নতুন দালান ঘর ঘুরে দেখেন। কথা বলেন আশ্রম কমিটির সাথে। উৎসবে মেতে উঠতে শুরু করেছে উদয়পুর রাম ঠাকুর আশ্রম।
রামচন্দ্র দেবের আবির্ভাব তিথি উৎসব শুরু হচ্ছে উদয়পুরে : অর্থমন্ত্রী
19