প্রতিনিধি,গন্ডাছড়া ১ ডিসেম্বর:- গন্ডাছড়া মহকুমার গ্রাম থেকে পাহাড় সর্বত্র বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। দীর্ঘ বাম জমানায় মহকুমার প্রত্যন্ত অঞ্চলের গিরিবাসীরা পানীয় জলের সুবিধা থেকে বঞ্চিত ছিল। স্বাধীনতার দীর্ঘ বছর পরও তাদের ছড়া নালার জল পানীয় জল হিসেবে ব্যবহার করতে হত। এমনই একটি পাড়া নতুন জয়রাম পাড়া। এটি ডুম্বুরনগর ব্লকের আওতাধীন কল্যাণ সিং ভিলেজের ভারত-বাংলা সীমান্ত লাগোয়া। সেখানে ৬০ পরিবারের বসবাস। তারা সবাই রিয়াং সম্প্রদায়ের। জুম চাষই তাদের জীবিকার একমাত্র উৎস। বর্তমানে জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে নতুন জয়রাম পাড়ায় পানীয় জলের উৎস তৈরি করার লক্ষ্যে এলাকার বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং বিশেষ উদ্যোগ নেয়। এই মোতাবেক শুক্রবার বিধায়িকা পানীয় জল সম্পদ দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে এলাকা পরিদর্শনে যান এবং পানীয় জলের উৎস স্থলের জায়গা নির্ধারণ করেন। আর তাতেই খুশি এলাকার গিরিবাসিরা। পাশাপাশি তারা রাজ্য সরকারের এহেন উদ্যোগের প্রশংসা করেন।
42
previous post