Home » আগরতলা থেকে গোহাটি যাবার শ্রীমা ট্রাভেলস এ মর্মান্তিক মৃত্যু একজনের।

আগরতলা থেকে গোহাটি যাবার শ্রীমা ট্রাভেলস এ মর্মান্তিক মৃত্যু একজনের।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
ঠিক সময়ই আগরতলা থেকে গৌহাটি যাবার জন্য শ্রীমা ট্রাভেলসের বাসটি ছেড়েছিল। মোট ২৭ জন যাত্রী ছিল। এনসি হিলের দিমাসার ডিপ্তছড়া যাবার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সম্পূর্ণরূপে ছোট ছড়ার মধ্যে পড়ে যায়। এতে ছয় জনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। একজন হাসপাতালে যাওয়ার সময় মারা যায় ছেলেটি হল ত্রিপুরার ধলাই জেলার দেবরাজ দেববর্মা। বাকিদের হাসপাতালে চিকিৎসা চলছে। উল্লেখ্য সোনাপুরের রাস্তা খারাপ হওয়ায় বিকল্প জাতীয় সড়ক ধরে বাস্তি অগ্রসর হচ্ছিল। এদিকে উত্তর-পূর্ব রেল জানিয়েছে যে রেলের কাজ পাঁচ এপ্রিল পর্যন্ত চলবে তাই এই সময় দূরপাল্লার অর্থাৎ ত্রিপুরা এবং শিলচর থেকে কোন ট্রেন গৌহাটি গামী হওয়ার সম্ভাবনা থাকবে না।

You may also like

Leave a Comment