Home » বিশালগড়ে বৃক্ষ রোপণ করেন বিধায়ক সুশান্ত

বিশালগড়ে বৃক্ষ রোপণ করেন বিধায়ক সুশান্ত

by admin

প্রতিনিধি, বিশালগড় , ২ মে।। সপ্তাহ ব্যাপি রাজ্য জুড়ে মেগা বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নিয়েছে যুব মোর্চা। যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেবের আহবানে সাড়া দিয়ে বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু করেছে যুব মোর্চার কার্যকর্তারা। বৃহস্পতিবার বিশালগড় টাউন হল প্রাঙ্গণে বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশ নেন বিধায়ক সুশান্ত দেব। যুব মোর্চার বিশালগড় মন্ডল আয়োজিত বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষ রোপণ করেন বিধায়ক সুশান্ত দেব। এছাড়া এদিন বিশালগড় রাজপথে পথচারীদের মধ্যে শরবত এবং ফল বিতরণ করেন বিধায়ক সুশান্ত দেব। আগরতলার বটতলা এবং চন্দ্রপুরে যুব মোর্চা আয়োজিত শরবত এবং ফল বিতরণ কার্যক্রমে অংশ নেন বিধায়ক সুশান্ত দেব। তিনি জানান বিগত এক সপ্তাহ ধরে মানুষকে খানিকটা স্বস্তি দেওয়ার জন্য কাজ করছে যুব মোর্চা এবং বিজেপির কার্যকর্তারা। পানীয় জল, শরবত, ফল, ঠান্ডা পানীয় পথচারীদের হাতে তুলে দেয়া হচ্ছে। এছাড়া রাজ্য জুড়ে প্রতি বুথে বৃক্ষ রোপণ কর্মসূচি চলছে। প্রখর রৌদ্রতাপ হোক বা যেকোনো আপদকালীন সময়ে যুব মোর্চা মানুষের সঙ্গে থাকবে বলে জানান বিধায়ক সুশান্ত দেব।

You may also like

Leave a Comment