Home » তীব্র তাপদাহ থেকে স্বস্তি দিতে সাধারণ মানুষের মধ্যে জল দান করলেন মুখ্য সচেতক।

তীব্র তাপদাহ থেকে স্বস্তি দিতে সাধারণ মানুষের মধ্যে জল দান করলেন মুখ্য সচেতক।

by admin
  • প্রতিনিধি, তেলিয়ামুড়া।১লা মে। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির নির্দেশ অনুসারে, তেলিয়ামুড়া মণ্ডল এবং তেলিয়ামুড়া যুবমোর্চার যৌথ উদ্যোগে সাপ্তাহ ব্যাপী একগুচ্ছ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে বুধবার সকালে বৃক্ষরোপণ ও পথচারীদের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া বিজেপি মন্ডলের অন্তর্গত মোহরছড়া বাজারে। এই সপ্তাহব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক শুভ সূচনা করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণীর সাহা রায় সহ বিজেপি দলের নেতা কর্মীরা।
    এদিনের এই কর্মসূচিকে কেন্দ্র করে যুব মোর্চার কর্মী সমর্থক থেকে শুরু করে বিজেপি দলের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। গত কয়দিন ধরেই সারা রাজ্যের নেয় তেলিয়ামুড়া ও তার আশপাশ এলাকা গুলিতেও প্রচন্ড গরম অনুভূতি হচ্ছে।আজ ছিল মোহরছাড়ায় হাট-বাজার। বাজারে আসা ক্রেতা বিক্রেতা সকলি প্রচন্ড গরমে নাজেহাল অবস্থায় ছিল। যুব মোর্চা এবং মন্ডলের উদ্যোগে বিধায়িকার উপস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করায়, প্রচন্ড গরম থেকে কিছুটা হলেও সাধারণ মানুষ রেহায় পায়। সাধারণ মানুষের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ করে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক শ্রীমতী রায় বলেন, ভারতীয় জনতা পার্টি একটা সেবা ভিত্তিক রাজনৈতিক দল। আমাদের কাছে সেবাই হল সংগঠন। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাজী বলেন, সেবার মাধ্যমেই সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হবে। সম্পর্ক থেকেই আমাদের শুরু হয় সমর্থন আদায়। এই গ্রীস্মের প্রখর রোদে সাধারণ মানুষের মধ্যে একটু পানীয় জল মুখে তুলে দিয়ে সাধারণ মানুষের দুর্বিষহ পরিস্থিতিতে একটু সাহায্য করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। আগামী সাতদিন তেলিয়ামুড়া এলাকাতে বিভিন্ন বাজার এলাকাতে এই কর্মসূচিতে ভারতীয় জনতা পার্টির সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষদেরও এগিয়ে আসার আহ্বান রাখেন কল্যাণী সাহারায়। আজকের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস। তেলিয়ামুড়া মন্ডলের সাধারণ সম্পাদক নন্দন রায়,গোপাল ব্রহ্ম, মন্ডল প্রভারি প্রজেশ চক্রবর্তী, যুব মোর্চা তেলিয়ামুড়ার সভাপতি কিংকর দেবনাথ সহ অন্যান্য যুব ও মণ্ডল শক্তি কেন্দ্র এবং বুথের কার্যকতা রা।

You may also like

Leave a Comment