Home » গন্ডাছড়ায় শ্রমিক পরিবারের পাশে শ্রমিক সংগঠন

গন্ডাছড়ায় শ্রমিক পরিবারের পাশে শ্রমিক সংগঠন

by admin

প্রতিনিধি, গন্ডাছড়া :- গত তেইশ মার্চ ডম্বুর জলাশয়ে মাছ ধরতে গিয়ে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গন্ডাছড়া মনোরঞ্জন দাস পাড়ার চার মৎস্যজীবীর মর্মান্তিক মৃত্যুর ঘটনার খোঁজখবর নিতে সোমবার গন্ডাছড়ায় ছুটে যান ত্রিপুরা অটো রিক্সা সংঘ বিশালগড় শাখার শ্রমিক নেতৃত্বরা। এদিন শ্রমিক সংগঠনের নেতৃত্বরা একে একে সনজিৎ নন্দী, জ্যোতিষ মল্লিক, প্রদীপ দাস, হরিদাস এই চার মৃত জেলে পরিবারের বাড়িতে গিয়ে পরিবারের লোকজনদের সাথে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। এদিন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে পরিবারের সদস্যদের হাতে কিছুটা আর্থিক সহায়তা প্রদান করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা অটোরিকশা সংঘ বিশালগড় শাখার সম্পাদক রাজু দাস, লাইন সেক্রেটারি স্বপন শীল এবং সুদীপ ঘোষ, কোষাধক্ষ্য গৌতম রায়, রাইমাভ্যালী মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা,মন্ডলের সাধারণ সম্পাদক আদিত্য সরকার প্রমুখরা। উল্লেখ্য গত তেইশ মার্চ গন্ডাছড়া থানাধীন মনোরঞ্জন দাস পাড়ার তিন যুবক হরিদাস(৪৫) জ্যোতিষ মল্লিক (৪৭) প্রদীপ দাস (৪৬) এবং পার্শ্ববর্তী জয় কিশোর পাড়ার সঞ্জিৎ নন্দি(৪৮) একসাথে ডুম্বুর জলাশয়ে মাছ ধরতে যায়। এদিন রাত আনুমানিক নয়টা নাগাদ জলাশয়ের সদানন্দ পাড়ায় হঠাৎ ঘূর্ণিঝড় ওঠে। তখন প্রান বাঁচাতে চার জেলে জলাশয়ের একটি ফিস কালচার বাক্স ঘরে আশ্রয় নেয়। যে ঘরটিতে তারা আশ্রয় নিয়েছিল সেই ঘরই তাদের চারজনের প্রাণ কেড়ে নেয়। অর্থাৎ ঘূর্ণিঝড়ে ঘরটি জলাশয়ে উল্টে যায়। এতে করে চার জনই জলের নীচে ঘরে আটকে পড়ে মারা যায়।

You may also like

Leave a Comment