প্রতিনিধি, উদয়পুর :-
ফেব্রুয়ারি মাসের শেষ দিনে গণহারে পাখির মৃত্যু উদয়পুরে । শীতের মরসুমের অতিথিরা এসে পৌঁছেছেন আগেই। গত তিনবছর আগেও উদয়পুর শহরের সুখ সাগর জলাশয়ে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি ভিড় করত। জানুয়ারি মাসের শেষ দিকেই উদয়পুর শহরে বিভিন্ন জলাশয় এবং দিঘীগুলিতে দেখা মিলতে শুরু করেছে পরিযায়ী পাখিদের । তবে উদ্বেগ বাড়িয়েছে উদয়পুরে বেশ কিছু পরিযায়ী পাখির মৃত্যু নিয়ে। বৃহস্পতিবার ভোরে পাখিপ্রেমীরা প্রাত ভ্রমন করার সময় জগন্নাথ দিঘির উত্তর পাড়ে কিছু পরিযায়ী পাখিকে রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখতে পায় । ওই পাখীপ্রেমীরা দেখতে পাই যে পরিযায়ী পাখিরা মৃত্যুর কোলে ঢলে পড়ে। পাশাপাশি আরও জানা গিয়েছে , বেশ কিছু জায়গায় পরিযায়ী পাখির মৃত্যু হয়েছে। পাখীপ্রেমীরা বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে তদন্তেরও দাবি জানিয়েছেন প্রাণীসম্পদ ও বন দপ্তর আধিকারিকদের কাছে