
ধর্মনগর প্রতিনিধি।
উত্তর জেলার সদর ধর্মনগরে চোরের উপদ্রব প্রতিদিন বেড়েই চলেছে। এখন বাড়িঘর থেকে রাতের অন্ধকারে তালা ভেঙ্গে চোরের দল বাইক চুরি করতে অভ্যস্ত হয়ে পড়েছে। ঘটনা ধর্মনগরের হাসপাতাল রোডের। সৌরভ নাথ, সুদাম নাথের ছেলে হাসপাতাল রোডে এদের বাড়ি। 31 জানুয়ারি রাতে কে বা কাহারা বাড়ির গেটের তালা ভেঙ্গে সৌরভ নাথের extreme 4 150 সিসির বাইক নিয়ে যায়। তারপর সৌরভ নাথ তার অভিযোগ নিয়ে বেশ কয়েকবার ধর্মনগর থানায় যোগাযোগ করার চেষ্টা করে অবশেষে একজন পুলিশ অফিসারের সান্নিধ্য হয়। পুলিশ অফিসার সৌরভকে সান্তনা দিয়ে বলে ইদানিং তো অনেক বাইক চুরি হচ্ছে অভিযোগের পরিবর্তে ঠাকুরের নাম করতে বলে তাহলে বাইকের সন্ধান মিলে যেতে পারে। অবশেষে সৌরভ উত্তর জেলা পুলিশ সুপারের সাথে যোগাযোগ করে এবং পুলিশ সুপারের নির্দেশে তার বাইক চুরির অভিযোগ থানায় নথিভুক্ত করা হয়। ধর্মনগর থানার অভিনব উদ্যোগকে ধর্মনগর বাসির মধ্যে হাসির উদগ্রেব সৃষ্টি করেছে। কোথায় চুরি যাওয়া বাইক এবং চোরকে খুঁজে বের করবে না করে ঠাকুরের কাছে প্রার্থনা করতে বলে তাহলে বাইক পুনরুদ্ধার হয়ে যাবে। ধর্মনগর থানার পুলিশরা নিজেদেরকে ঢাল তলোয়ারহীন নিধিরাম সরদার বলে মনে করলেও মানুষ এখনো তাদের সাহায্যের জন্য এগিয়ে আসে শুধুমাত্র উত্তর জেলায় একজন দক্ষ পুলিশ সুপার রয়েছেন এই ভেবে।