Home » সক্ষম একটি এনজিও, এর উদ্যোগে ধর্মনগরে শ্রবন যন্ত্র বিতরণ করা হয় যাদের শ্রবণে সমস্যা রয়েছে তাদেরকে

সক্ষম একটি এনজিও, এর উদ্যোগে ধর্মনগরে শ্রবন যন্ত্র বিতরণ করা হয় যাদের শ্রবণে সমস্যা রয়েছে তাদেরকে

by admin

ধর্মনগর প্রতিনিধি।
বুধবার ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে সক্ষম একটি বেসরকারি সংস্থার উদ্যোগে শ্রবণে অক্ষম বা অসুবিধা রয়েছে এমন মানুষের মধ্যে বিনামূল্যে শ্রবণ যন্ত্র বিতরণ করা হয়। সক্ষম বেসরকারি সংস্থার এই অনুষ্ঠানে এগিয়ে আসে ধর্মনগরের রোটারি ক্লাব এবং রোটারেক্ট ক্লাব। এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উত্তর জেলার শাসক এবং সমাহর্তা দেবপ্রিয় বর্ধন, ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, বিশিষ্ট সমাজসেবী শ্যামল কান্তি নাথ, তাছাড়া ও উপস্থিত ছিলেন সক্ষমের বিভিন্ন কর্মকর্তারা ও রোটারি এবং রোটাররেক্ট ক্লাবের সদস্য সদস্যরা। উদ্বোধক বিশ্ববন্ধু সেন প্রথমেই যেসব বেসরকারি সংস্থা প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন ধরনের যন্ত্রের যোগান এবং আয়োজন করে থাকে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ডিডিআর সি ধর্মনগরের স্থাপনের জন্য সেই মানিক সরকারের আমল থেকে কেমন করে সংগ্রাম করে যাচ্ছেন তা তুলে ধরেন। এখনো সংগ্রাম সম্পূর্ণরূপে শেষ হয়নি কারণ কালিদিঘির পারে একটি ডিডিআরসি সেন্টারের শাখা খুলে দিলেও প্রকৃত কাগজপত্রের দাবিদার এখনো ঊনকোটি জেলার কৈলা শহরের উপর ন্যস্ত রয়েছে। যতদিন না পর্যন্ত ধর্মনগরে স্বয়ংক্রিয়ভাবে ডিডিআরসি সেন্টার চালনা হচ্ছে ততদিন পর্যন্ত উনার সংগ্রাম অব্যাহত থাকবে বলে তিনি জানান। যারা প্রতিবন্ধী তারা একটা প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য কৈলাশহর গিয়ে সংগ্রহ করা বহু কষ্টসাধ্য ব্যাপার। তার উপর যাদের বাড়ি সরসপুর রানীবাড়ি ব্রজেন্দ্রনগর মহেশপুর তাদের জন্য কৈলা শহর গিয়ে সার্টিফিকেট সংগ্রহ করা দুরহ ব্যাপার হয়ে দাঁড়ায়। সরকারি উদ্যোগের পাশাপাশি যারা প্রতিবন্ধীদের দুঃখের সাথী তাদেরকে ভগবানের আশীর্বাদ বলে তিনি বর্ণনা করেন।

You may also like

Leave a Comment