যান দুর্ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী। উদয়পুরে যান দুর্ঘটনা অব্যাহত। প্রত্যেকদিন কোথাও না কোথাও যান দুর্ঘটনা শিকার হয়ে প্রাণ হারাতে হচ্ছে একাংশ। সংবাদে জানা যায়, বৃহস্পতিবার বিকাল বেলা আগরতলা সাব্রুম জাতীয় সড়কের পাশে উদয়পুর কেনের চৌমুহনী এলাকায় ফিল্মি কায়দায় মতো দ্রুত গতিতে আসা একটি গাড়ি খাদে পড়ে যায়। তৎক্ষণাৎ এলাকাবাসীরা চিৎকার চেঁচামেচি করে টিআর ০১ জে ২২২২ গাড়িতে থাকা দুইটি ছেলে ও দুটি মেয়েকে উদ্ধার করে। পরবর্তী সময় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে আসলেও গাড়ি থেকে উদ্ধার হওয়া দুই জন ছেলে ও দুই জন মেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকায়।