Home » বিশ্ব এইডস দিবসে উদয়পুর মহকুমা হাসপাতালের সচেতনতা পথযাত্রা

বিশ্ব এইডস দিবসে উদয়পুর মহকুমা হাসপাতালের সচেতনতা পথযাত্রা

by admin

প্রতিনিধি , উদয়পুর :-

স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালের উদ্যোগে বিশ্ব এইডস দিবসে মাদকা শক্তি প্রতিরোধে সচেতনতা উপলক্ষ্যে এক পদযাত্রা বের হয় মহকুমা হাসপাতাল থেকে বৃহস্পতিবার সকাল ১১ টায় ‌ । এই পথযাত্রায় উপস্থিত ছিলেন , মহকুমা স্বাস্থ্য অধিকারী নূপুর দেববর্মা , জেলা ও তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক মনোজ দেববর্মা সহ অন্যান্যরা । এদিন এইডস দিবসে বক্তব্য রাখতে গিয়ে মহকুমা স্বাস্থ্য আধিকারিক নূপুর দেববর্মা বলেন , এইচআইভির প্রতিরোধের মূল উপাদান হলো শিক্ষা, সচেতনতা, ঝুঁকির মাত্রা সম্পর্কে সঠিক জ্ঞান ও ধারণা। মানুষের চিন্তায় ও আচরণের ইতিবাচক পরিবর্তন অত্যন্ত জরুরি। যৌন সম্পর্কের ক্ষেত্রে সামাজিক অনুশাসন মেনে চলতে হবে। বিবাহপূর্ব যৌন সম্পর্ক এড়িয়ে চলতে হবে। একাধিক যৌন সঙ্গী পরিহার করতে হবে। এদিনের পদযাত্রাটি শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে

You may also like

Leave a Comment