প্রতিনিধি ধর্মনগর : এবার ধর্মনগরের এক যুবকের নামে ফেইক একাউন্ট বানিয়ে ফেসবুকে মেয়েদের সাথে অকথ্য আচরণ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো এক প্রতারক l এই প্রতারক যুবকের নাম প্রসেনজিৎ নম পিতা শৈলেন্দ্র নম বাড়ি বাগবাস থানাধীন গঙ্গানগরে l ঘটনার বিবরণে জানা যায় বিগত ৩ বছর যাবৎ প্রসেনজিৎ নম ধর্মনগরের এক যুবক অনীশ পালের নামে জাল ফেসবুক একাউন্ট তৈরী করে ফেসবুকে মেয়েদের সাথে ফস্টিনস্টি অকথ্য আচরণ নীল ছবি পাঠানো ইত্যাদি বিভিন্ন আচরণ সংগঠিত করে চলছে অবিরতিই l পরবর্তীতে অনীশ এই ঘটনার হদিশ পেয়ে ধর্মনগর থানায় ওই ফেইক একাউন্টের আসল লোকটি কে সেই বিষয়ে তদন্ত করার জন্য আবেদন রাখেন l তার আবেদনে সারা দিয়ে প্রশাসনের তরফে ওই ফেইক একাউন্টটি হ্যাক করে নেওয়া হয় l পরোববর্তীতে লোকেশন ট্র্যাগিংয়ের মাধ্যমে ওই জাল ফেসবুক একাউন্টের আসল মালিকের নাম এবং ঠিকানা বের করে নেয় পুলিশ l গতকাল রাতে পুলিশ ধৃত প্রসেনজিৎ নমকে কল করে থানায় ডাকে l পরবর্তীতে ধৃত প্রসেনজিৎ পুলিশের ডাকে সারা দিয়ে তার বাবা শৈলেন্দ্র নমকে সাথে নিয়ে থানায় হাজির হয় এবং ঘটনাটির সত্যতা শিকার করে l পরবর্তীতে তার বাবা শৈলেন্দ্র নমো ধর্মনগর থানায় একটি লিখিত আবেদন জানান l তার বাবার বক্তব্য অনুসারে ওই আবেদন পত্রে লিখা ছিল যে ভবিষ্যতে যদি তার ছেলে প্রসেনজিৎ নমো আর কারোর সাথে এমত অকথ্য আচরণ বা অসামাজিক কাজ সংগঠিত করে তাহলে প্রশাসন যাতে তার ছেলের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণ করেন l আর সেই সময় তিনি প্রশানকে তার তরফ থেকে ব্যক্তিগত ভাবে যা সাহায্য প্রয়োজন হয় তা তিনি করবেন বলে প্রশাসনের কাছে তিনি আবেদন রাখেন l ছেলের এই কুরুচিকর কাণ্ডে বাবার ক্ষমাপ্রার্থী বিষয়টি সহানুভূতির নজরে নিয়ে বাবার আবেদন পত্র গ্রহণ করে বাবার দায়িত্বে প্রশাসনিক নিয়ম অনুসারে প্রসেনজিৎ কে ছেড়ে দেয় পুলিশ l
97