প্রতিনিধি মোহনপুর:- হেজা মারা ব্লকভিত্তিক স্বচ্ছতাই সেবখ এই কর্মসূচির সমাপ্তি হয় সোমবার। এদিন হেজামারা কমিউনিটি হলে এই সমাপ্তি অনুষ্ঠানের সূচনা করলেন রাজ্য মন্ত্রী বৃষকেতু দেববর্মা। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন স্বসহায়ক দলের স্টল, ফুড স্টল খোলা হয়েছিল। অনুষ্ঠান মঞ্চে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের দেওয়া হয়েছে পুরস্কার।
হেজামারা ব্লকভিত্তিক স্বচ্ছতাই সেবা এই কর্মসূচি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা এবং খেলার আয়োজন করা হয়েছিল ব্লক এলাকাতে। এতে যে সমস্ত বিদ্যালয়, শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে তাদের পুরস্কৃত করা হয়েছে এই অনুষ্ঠান মঞ্চে। এদিন ফুড ফেস্টিবলের পাশাপাশি বিভিন্ন স্বসহায়ক দলের স্টল খোলা হয়েছিল অনুষ্ঠানকে কেন্দ্র করে। আনুষ্ঠানিকভাবে এই স্টল গুলোর উদ্বোধন করেছেন অতিথিরা। এদিন রাজ্য মন্ত্রী বৃষকেতু দেববর্মা শিক্ষার্থীদের পরামর্শ দেন প্রত্যেকে নিজ নিজ জীবনে স্বচ্ছতার অভ্যাস তৈরি করার। পাশাপাশি হাট বাজার, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে স্বচ্ছতা বজায় রাখার উপর প্রত্যেক নাগরিককে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি। অন্যদিকে টিটিএএডিসির ইএম রবীন্দ্র দেববর্মা স্বচ্ছতা সম্পর্কে জাতির পিতা মহাত্মা গান্ধীর দৃষ্টিভঙ্গি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করেছেন। পরামর্শ দিয়েছেন স্বচ্ছ ভারত গড়ে তুলতে প্রত্যেকে নিজের বাড়ি থেকে উদ্যোগ গ্রহণ করার। এদিনের অনুষ্ঠান মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেজামারা ব্লক বিইসি চেয়ারম্যান সুনীল দেববর্মা, ব্লকের বিডিও সহ অন্যান্যরা।
হেজামারা ব্লক ভিত্তিক স্বচ্ছতাই সেবা কর্মসূচির সমাপ্তি
67
previous post