ধর্মনগর প্রতিনিধি। বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্মনগর অর্ধেন্দু ভট্টাচার্য্য স্মৃতিভবনে কথা চিত্র নাট্যোৎসব ২০২৪ শুরু হয়েছে। এই নাট্য উৎসবে উপস্থিত ছিলেন কথাচিত্রের সম্পাদক অনির্বাণ চক্রবর্তী, চিত্রশিল্পী কৌস্তভ ভট্টাচার্য্য, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সাংবাদিক সমর চক্রবর্তী, তাছাড়া আগরতলা থেকে ত্রিপুরা সংস্কৃতি পরিষদের ভাইস প্রেসিডেন্ট সুব্রত চক্রবর্তী উপস্থিত ছিলেন। এই নাট্য উৎসবে তরুণ নাট্য প্রতিভা সম্মান প্রদান করা হয় বৃহদ্বজ ভট্টাচার্য্য এবং সমাদ্রিতা শর্মাকে বিশেষ সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়। কথাচিত্র নাটক সম্মাননা হিসেবে নাট্য ব্যক্তিত্ব অভিজিৎ চক্রবর্তী ওরফে তপন চক্রবর্তীকে ভূষিত করা হয়। এই নাটক প্রতিযোগিতায় বৃহস্পতিবার ছিল লার্নার্স এডুকেশনাল সোসাইটির নিবেদন। তাছাড়া উদয়পুর,ধর্মনগর এবং আসামের করিমগঞ্জ থেকে বিভিন্ন নাট্যগোষ্ঠী তাদের নিবেদনের জন্য যোগদান করেছেন। এই নাট্য উৎসব দেখার জন্য মানুষের অফুরন্ত উল্লাস এবং উন্মাদনা লক্ষ্য করা যায়। সাংস্কৃতির শহর বলে পরিচিত ধর্মনগর শহরে শৈল্পিক নিদর্শন দেখানোর জন্য বিভিন্ন নাট্যগোষ্ঠীগুলি উদগ্রীব হয়ে আছে।
ধর্মনগর অর্ধেন্দু ভট্টাচার্য্য স্মৃতি ভবনে শুরু হয়েছে কথাচিত্র নাট্য উৎসব ২০২৪।
188