প্রতিনিধি কৈলাসহর:-গত ২৬শে এপ্রিল শিলাবৃষ্টি সহ প্রবল বজ্রপাতের ফলে গোটা কৈলাসহর মহকুমা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার-ই পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ পরিষেবা কতটা উন্নত হয়েছে এবং যাদের ঘর ভেঙ্গেছে তাদের কিভাবে সাহায্য করা যায় এই বিষয়গুলো নিয়ে আজ কৈলাসহর পুর পরিষদের কনফারেন্স হলে কাউন্সিলার সহ সাই কম্পিউটার্স এবং বিজেপি দলের বরিষ্ঠ নেতৃত্বদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়।এই বৈঠকে উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়,ভাইস চেয়ারপারসন নীতিশ দে, চন্ডিপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপার্সন সন্দীপ কূর্মী,গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন নারাণ সিনহা এবং ভাইস চেয়ারম্যান শিবশঙ্কর অধিকারী,বিজেপি নেতা অরুণ সাহা ও সাই কম্পিউটার্সের ডিজিএম হরিন্দর শর্মা সহ পুর পরিষদের কাউন্সিলরগন। উক্ত বৈঠকের মাধ্যমে বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হয়েছেন মন্ত্রী শ্রী রায়।এই পরিস্থিতি থেকে জনজীবনকে কিভাবে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনা যায় তার দিক নির্দেশ করেছেন তিনি।বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন,২৬শে এপ্রিল প্রবল ঝড়ের ফলে গোটা মহকুমায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় পাঁচ শতাধিক বাড়ি ঘর।২৭শে মার্চ তিনি খুঁজ নিতে কৈলাসহরে এসেছিলেন।সে সময় ক্ষতির পরিমাণ ততটা আঁচ করতে পারেননি।নির্বাচনী আচরণবিধি এখনো লাগু থাকার ফলে কাজের ক্ষেত্রে কিছুটা সমস্যা হলেও তাদেরকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন।এদিকে বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে সাই কম্পিউটার্সের কাজে খুশি প্রকাশ করেছেন তিনি।মন্ত্রী শ্রী রায় বলেন যেভাবে ঝড় হয়েছে এবং যে মাত্রায় বিদ্যুতের সংযোগ ছিন্ন হয়েছে তারপরেও খুব তাড়াতাড়ি পরিষেবা স্বাভাবিক করতে সঠিক পদক্ষেপ গ্রহণ করেছে কৈলাসহর বিদ্যুৎ বিভাগ। তিনি বলেন সাই কম্পিউটার্স হচ্ছে নোডেল এজেন্সি। তাদেরকে পরিচালিত করছে ত্রিপুরা বিদ্যুৎ নিগম লিমিটেড।এখনো মহকুমার ৭০টি জায়গায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব হয়নি।সেক্ষেত্রে মন্ত্রী আশা প্রকাশ করেন আগামী ২৪ ঘন্টার মধ্যেই সমস্ত জায়গায় বিদ্যুৎ পরিষেবা পৌঁছে যাবে।বিদ্যুৎ কর্মীদেরকে হুমকি ধমকি না দিয়ে তাদের সাথে সহযোগিতা করে কাজ করার অনুরোধ জানিয়েছেন শ্রমমন্ত্রী।তিনি জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহার পরামর্শে এই বৈঠক করেছেন এবং বৈঠক চলাকালীন সময়ে কৈলাসহরের পরিস্থিতি সম্পর্কে খুঁজ নিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।এখন দেখার এই বৈঠকের পর পরিস্থিতি কতটা স্বাভাবিক হয় তার দিকেই তাকিয়ে আছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
ঝড়ের দাপটে লন্ডভন্ড কৈলাসহর খুব শীঘ্রই স্বাভাবিক ছন্দে ফিরবে : মন্ত্রী টিংকু রায়
102