150
- প্রতিনিধি মোহনপুর:-মোহনপুর মহকুমার অন্তর্গত লেফুঙ্গা থেকে সর্বজয় পাড়া যাওয়ার পথে লোহার সেতু ভেঙ্গে আহত হয়েছেন একজন। দীর্ঘদিন যাবত বেহাল সেতুর উপর দিয়ে বালি বুঝাই লরি যাওয়ার সময় ঘটে এই দুর্ঘটনা। বর্তমানে যোগাযোগের ক্ষেত্রে চরম সমস্যা সৃষ্টি হয়েছে স্থানীয়দের সামনে।
মোহনপুর বিধানসভা এলাকার অন্তর্গত লেফুঙ্গা থেকে সর্বজয় পাড়া যাওয়ার রাস্তার মাঝে একটি লোহার সেতু রয়েছে। দীর্ঘদিন আগে এই লোহার সেতুটি বিকল হয়ে পড়ে। ইতিপূর্বে বহুবার স্থানীয়রা দাবি করেছে এই সেতুটিকে মেরামত করা অথবা নতুন ভাবে নির্মাণ করার জন্য। কিন্তু কোন দিকেই পা বাড়ায়নি দপ্তর। ফলে অত্যন্ত ঝুঁকির মধ্য দিয়ে যাতায়াত করতে হতো এলাকার সাধারণ মানুষকে। মঙ্গলবার দুপুরে বালি বুঝাই একটি লড়ি এই সেতুর উপর দিয়ে যাওয়ার সময় ভেঙে পড়ে সেতুটি। এতে আহত হয়েছেন এক ব্যক্তি। আহত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে, লেফুঙ্গা স্হিত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেতু ভেঙ্গে যাওয়ার কারণে বর্তমানে যোগাযোগের ক্ষেত্রে চরম সমস্যার সৃষ্টি হয়েছে এলাকাবাসীর। স্থানীয়দের দাবি এই সেতুটি নতুন ভাবে নির্মাণ করার ক্ষেত্রে অতিসত্বর পদক্ষেপ গ্রহণ করুক দপ্তর।